যুক্তরাষ্ট্রকে আগে নিজের মানবাধিকার সমস্যা সমাধান করতে হবে: সিএমজি সম্পাদকীয়
2021-05-26 19:59:11

মে ২৬: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের নাগরিকরা এক বছর আগে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে নিহত আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে স্মরণ করেন। এক বছর হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্যের ভিত্তিতে সহিংস আইন প্রয়োগ কমেনি, বরং বৃদ্ধি পাচ্ছে।

এদিন মার্কিন ‘পলিটিকো’ ওয়েবসাইটে ‘পুলিশ এখনও একই গতিতে মানুষ হত্যা করছে’ নামের সম্পাদকীয় প্রকাশিত হয়। আর ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, পরিসংখ্যান বলছে, মহামারীর মধ্যেই ২০২০ সালে গোটা জুন মাসজুড়ে মার্কিন পুলিশ কর্তৃক মানুষ হত্যার গতি আগের পাঁচ মাসের সমান ছিল। ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে মার্কিন পুলিশ শুধুমাত্র ছয় দিন কোনো মানুষ হত্যা করেনি।

মার্কিন জরিপ সংস্থা ম্যাপিং পুলিশ ভাইওলেন্সের পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২০ সালে মার্কিন পুলিশের হাতে নিহত ১১২৬ জনের মধ্যে ২৮ শতাংশ হলেন আফ্রিকান-আমেরিকান।  

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল পুলিশি ব্যবস্থা সংস্কারের অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের নিজস্ব নীতি ও আইন থাকায় একটি কার্যকর ইউনিফাইড ব্যবস্থা কার্যকর করা অনেক কঠিন হবে। (ছাই/আলিম)