‘লাখ লাখ চুমু’
2021-05-25 15:18:03

‘লাখ লাখ চুমু’_fororder_chen

ছেন মিং চেন, ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের চাং হুয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯০ সালের অক্টোবর মাসে ছেন মিং চেন নিজের প্রথম অ্যালবাম ‘হৃদয় পরিবর্তিত পাখা’ প্রকাশ করে সংগীত মহলে যোগ দেন। ১৯৯৭ সালে ছেন মিং চেন ‘খরগোশ ধরা’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের গান ‘লাখ লাখ চুমু’। গানের কথায় বলা হয়: পূর্ব জীবনে আমরা নিশ্চয় প্রেমিক প্রেমিকা ছিলাম। নইলে আমি কেন তোমাকে এত ভালোবাসি। যদি সারা জীবন ভালোবাসায় শুধু একটি চুমু পাই, আমি তোমার জন্য লাখ লাখ চুমু ভবিষ্যতের জন্য রেখে দিতে চাই। আমি তোমার মুখ পছন্দ করি, আমি তোমার সঙ্গে চিরদিন থাকতে চাই।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের গান ‘কোথায় এত ভালো মানুষ খুঁজে পাবো’। গানে বলা হয়: কোথায় এত ভালো মানুষ খুঁজে পাবো। আমার সরল যৌবন তার সঙ্গে কাটাতে পারবো। কোথায় এত উষ্ণ হাত খুঁজে পাবো, আমার লুকানো আনন্দ প্রকাশ পাবে। কোথায় এত ভালো মানুষ খুঁজে পাবো, আমার হাজার মাইলের যাত্রার সঙ্গী হবে, কোথায় এত আন্তরিক ঠোঁট খুঁজে পাবো, আমার হৃদয়কে সান্ত্বনা দিতে পারবে।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের কণ্ঠে ‘স্বপ্ন থেকে জেগে ওঠার মুহূর্ত’। গানের কথায় বলা হয়: তুমি বলো, তুমি ভুল মানুষকে ভালোবেসেছো, তোমার হৃদয়ে ক্ষতচিহ্ন। তুমি বলো, তুমি ভুল করেছো, হৃদয় অনুতপ্ত। তুমি বলো, তুমি জীবনের সব তিক্ততা ঝেড়ে ফেলো, কারও উপর নির্ভর করো না। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘আমি নিজের মতো তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি নিজের মতো গোপনে তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে খেয়াল করেছো? আমি নিজের মতো তোমাকে স্নেহ করি, তুমি কি আমার অপেক্ষায় মুগ্ধ হও? সংগীত শুরু হয়, আমি তোমাকে ভালোবাসি, স্বপ্নের সুরে, তোমার মিষ্টি গন্ধ পাই।  আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং চেনের গান ‘আবার হাজির’। গানের কথায় বলা হয়: তুমি বলো, জীবন স্বপ্নের মত, আমি বলি, জীবন শো-এর  মত। পার্থক্য নেই, সবই অস্পষ্ট। এই অস্পষ্ট জীবনে তোমাকে পেলেই যথেষ্ট।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন মিং চেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)