মে ২৫: ৭৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ানকে আলাদাভাবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আবারও প্রমাণিত হয়েছে যে, বর্তমান বিশ্বে ‘এক চীননীতি’-কে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।
কোনো কোনো পাশ্চাত্য দেশ চীনের তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে হু-তে অংশ নিতে উত্সাহ দেয়। মিনচিন পার্টি কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও স্বাধীন হতে চায়। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর ধারা ও হু’র ২৫.১ নম্বর ধারার নীতি অনুযায়ী ‘এক চীননীতি’তে অবিচল থাকতে হবে।
এবারের হু’র সাধারণ সম্মেলনের আগে ১৫০টিরও বেশি দেশ কূটনৈতিক পদ্ধতিতে চীনকে সমর্থন করে তাইওয়ান অঞ্চলের সম্মেলনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এদিকে, তাইওয়ান অঞ্চলে মহামারী পরিস্থিতির অবনতি ঘটার প্রেক্ষাপটে, চীন সরকার গতকাল (সোমবার) দ্রুত ব্যবস্থা নিয়ে, স্থানীয় বাসিন্দাদেরকে মূল ভূভাগের টিকা দেওয়ার প্রচেষ্টার কথা বলেছে।
বস্তুত, হু’র সাধারণ সম্মেলন একটি রাজনৈতিক স্বার্থ লাভ করার মঞ্চ না। কোনো কোনো পাশ্চাত্য দেশ শুধুমাত্র তাইওয়ানকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। এই অপচেষ্টা কখনও সফল হবার নয়। (ছাই/আলিম)