চীনা অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার অব্যাহত
2021-05-24 09:25:54

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনের ভোক্তা পণ্যের খুচরা বিক্রয়ের মোট পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এ সময়ে সারা দেশের একটি নির্দিষ্ট আকারের শিল্পের মূল্য সংযোজন ও স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ দুই অংকের প্রবৃদ্ধি বজায় রেখে ছিল। এছাড়া, এপ্রিল মাসে চীনের নির্মাণ শিল্পের পিএমআই ছিল ৫১.১ শতাংশ, এবং পরিষেবা শিল্পের ব্যবসায়িক কার্যক্রম সূচক ছিল ৫৪.৪ শতাংশ। আর উভয় খাত গত ১৪ মাস ধরে চাঙ্গা অবস্থা বজায় রেখেছে। গত ১৭ মে প্রকাশিত এপ্রিল মাসের জাতীয় অর্থনীতি রিপোর্টে দেখা গেছে, বেশ কিছু প্রধান অর্থনৈতিক সূচক উঁচু প্রবৃদ্ধি ধরে রেখেছে। ফলে সারা বছর অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি বজায় থাকার ভিত্তি আরো সুদৃঢ় হয়েছে।

জানা গেছে, আগামিতে চীন তার অব্যাহত স্থিতিশীল প্রবৃদ্ধি কাজে লাগিয়ে ও বৈজ্ঞানিকভাবে সামষ্টিক নীতি কার্যকর করে তার অর্থনীতির স্থিতিশীল অগ্রগতি আরো বেগবান করবে। পাশাপাশি, চীন তার সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার গভীরতর করে অর্থনীতির উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ মনে করেন, এসবের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিনিয়োগ ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গতি সঞ্চার হবে। 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনের একটি নির্দিষ্ট আকারের শিল্পের মূল্য সংযোজন মান গত বছরের একই সময়ের তুলনায় ২০.৩ শতাংশ বেশি ছিল। দু’বছরের গড়পড়তা প্রবৃদ্ধি ৭.০ শতাংশ ছিল। এপ্রিল মাসে এ খাত গত বছরের একই সময়ের চেয়ে ৯.৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করে।

‘শিল্প উত্পাদন গত বছরের স্থিতিশীল পুনরুদ্ধারের প্রবণতা বজায় রেখে ছিল।’ জাতীয় পরিসংখ্যান ব্যুরোর শিল্প বিভাগের প্রধান চিয়াং ইউয়ান বলেন, সাজ-সরঞ্জাম ও উচ্চ প্রযুক্তি শিল্পের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে ওঠেছে। এপ্রিল মাসে সরঞ্জাম উত্পাদন শিল্প ও উচ্চ প্রযুক্তি শিল্পের বাড়তি মূল্য গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ১৩.১ শতাংশ ও ১২.৭ শতাংশ বেড়েছে। দু’বছরের গড়পড়তা বৃদ্ধির গতি যথাক্রমে ১১.২ শতাংশ ও ১১.৬ শতাংশে দাঁড়ায়। যা গত মার্চ মাসের চেয়ে যথাক্রমে ৩.০ ও ০.১ শতাংশ বেশি। 
অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভোগ্যপণ্য, বিনিয়োগ ও রপ্তানির দ্রুত বৃদ্ধিও বজায় রয়েছে।

ভোগ্যপণ্যের হিসেবে চলতি বছরের প্রথম চার মাসে  ভোক্তা পণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ১৩.৮৩৭৩ ট্রিলিয়ন ইউয়ান। তা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৬ শতাংশ বেশি। এর মধ্যে এপ্রিল মাসে ভোক্তা পণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ৩.৩১৫৩ ট্রিলিয়ন ইউয়ান এবং গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৭ শতাংশ বেশি। এ সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভোগ্যপণ্যের মৌলিক ভূমিকা আরো মজবুত হয়েছে।

আমাদের মনে হয়, চলতি বছরের শেষ প্রান্তিকে ভোক্তা পণ্যের মোট খুচরা বিক্রয় দুবছরের যৌগিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশেরও বেশি হবে। জেশাং সিকিওরিটিজের প্রধান অর্থনীতিবিদ লি ছাও বলেন, অর্থনীতির যৌক্তিক প্রবৃদ্ধি স্বাভাবিক পথে ফিরে আসার পাশাপাশি কর্মসংস্থান পরিস্থিতি উন্নতি, অধিবাসীদের আয় স্থিতিশীল, ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে, এবং ভোগ্যপণ্যের সুপ্তশক্তি ক্রমেই প্রসারিত হচ্ছে। 

তিনি বলেন, মহামারী দূর্বল হয়ে যাবার সঙ্গে সঙ্গে অফলাইন পণ্যভোগ দ্রুত স্বাভাবিক হচ্ছে। পণ্যভোগ্যের সরবরাহ ও চাহিদা উভয়ই সম্প্রসারণ হতে শুরু করেছে। 


একই সময় বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়তে থাকে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জাতীয় স্থাবর সম্পত্তি বিনিয়োগ (কৃষক পরিবার ছাড়া) ছিল ১৪.৩৮০৪ ট্রিলিয়ন ইউয়ান। তা গত বছরের একই সময়ের চেয়ে ১৯.৯ শতাংশ বেশি। 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বিনিয়োগ বিভাগের প্রধান পরিসংখ্যানবিদ লুও ই ফেই বলেন, বিভিন্ন অঞ্চল, ও বিভাগ স্থিতিশীল অগ্রগতি লাভ করেছে। এটি অভ্যন্তরীণ চাহিদার দ্রুত পুনরুদ্ধার ত্বরান্বিত করে এবং অব্যাহতভাবে সরবরাহ কাঠামো সুবিন্যস্ত করায় বিনিয়োগের মূল ভুমিকা পালন করতে থাকে। সারা দেশের স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীলভাবে তার মানও উন্নত হচ্ছে। যদিও সম্প্রতি কিছু দেশের মহামারী পরিবর্তিত হয়েছে, তবুও বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার আশাব্যঞ্জক। এটা বিশ্ব চাহিদা বৃদ্ধিকে সমর্থন দেয়। চীন দৃঢ়ভাবে বিশ্বমুখীতা ত্বরান্বিত করছে। এটি তার বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন সমর্থনে ভূমিকা পালন করছে। ফলে বৈদেশিক বাণিজ্য সবসময় প্রবৃদ্ধি বজায় রাখছে। 

পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম চার মাসে উচ্চ প্রযুক্তিগত শিল্পে বিনিয়োগ গত বছরের একই সময়ের চেয়ে ২৮.৮ শতাংশ বেড়েছে। অনলাইন খুচরা বিক্রয় ধারাবাহিকভাবে বাড়ছে। প্রথম চার মাসে সারা দেশের অনলাইন খুচরা বিক্রয় পরিমাণ ছিল ৩.৭৬৩৮ ট্রিলিয়ন ইউয়ান এবং গত বছরের একই সময়ের তুলনায় ২৭.৬ শতাংশ বেশি। এছাড়া, সাজ-সরঞ্জাম ও উচ্চ প্রযুক্তি শিল্পের প্রবৃদ্ধি শক্তিশালী ছিল।

অর্থনৈতিক পরিস্থিতি ভাল হওয়ার সঙ্গে সঙ্গে শিল্পের অভিষ্ট লক্ষ্যও ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। এপ্রিল মাসে চীনের নির্মাণ শিল্পের পিএমআই ও পরিষেবা শিল্পের ব্যবসায়িক কার্যক্রম সূচক যথাক্রমে ৫১.১ ও ৫৪.৪ শতাংশ ছিল । শিল্প প্রতিষ্ঠানের প্রাণশক্তির উন্নতি অব্যাহত রয়েছে। 

সাধারণত এপ্রিল মাসে চীনের অর্থনীতি স্থিতিশীল হয়। ফু লিং হুই বলেন, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি তুলনামূলকভাবে জটিল। বিশ্বে মহামারীর অনিশ্চয়তা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের ভবিষ্যত্ অনেক অনিশ্চিয়তার মুখোমুখি। অভ্যন্তরীণ অর্থনীতি এখনো পুনরুদ্ধারের প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় ভারসাম্যহীনতাও আছে। সম্প্রতি শিল্প পণ্যের মূল্য দ্রুত বাড়ছে। ফলে প্রতিষ্ঠানগুলোর উত্পাদন ও ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। 

অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে ফু লিং হুই বলেন, বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক পুনরুদ্ধারের সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ, প্রথমত, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, এটা বাইরের চাহিদা বাড়ানোর জন্য সঙ্গতিপূর্ণ। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ পুনরুদ্ধারও স্থিতিশীলভাবে চলছে। তৃতীয়ত, বর্তমানে চীন তার বেশ কিছু প্রতিষ্ঠানকে সমর্থনের নীতি বজায় রাখবে। 

সামষ্টিক অর্থনীতিবিদ কাও রুই তোং বলেন, দ্বিতীয় প্রান্তিকে যদিও কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মহামারী আছে, তবুও চীনের অভ্যন্তরীণ মহামারী প্রতিরোধের পরিস্থিতি ভাল। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারও চীনের রপ্তানীকে শক্তিশালী হতে সমর্থন দেবে। ফলে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া এগিয়ে যাবে।

প্রেমা/এনাম