চীন ও বিশ্বের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইউয়ান লং পিং: বিশ্ব কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান
2021-05-24 12:43:31

মে ২৪: বিশ্ব কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভিজ কুহফকান সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ইউয়ান লং পিং চীন ও বিশ্বের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

কুহফকান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় কাজ করেছিলেন। তিনি ৩০ বছরেরও বেশি সময়ে বহুবার চীন পরিদর্শন করেছেন। তিনি বলেন, তিনি কৃষিখাতে চীনের সাফল্য প্রত্যক্ষ করেছেন। ২০০৪ সালে ‘আন্তর্জাতিক ধান বছরে’ এফএওও’র সভায় তিনি ইউয়ান লং পিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। কুহফকান মনে করেন, হাইব্রিড ধান গবেষণায় নিবেদিত একাডেমিশিয়ান ইউয়ান লং পিং চীনে দারিদ্র্যবিমোচন ও খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, আমি দেখেছি চীন একটি দরিদ্র দেশ থেকে সর্বাধুনিক ও উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। চীন দারিদ্র্যবিমোচনে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এবং আমরা ইতালিতে বসে অনেক চীনা খাবারের স্বাদ উপভোগ করতে পারছি। তার গবেষণা চীনকে দারিদ্র্য দূরীকরণে সহায়তা করেছে এবং চীনের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে।

 

কুহফকান বিশ্ব কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ‘বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার’ ধারণার সূচনা করেছেন। চীন প্রথম দেশ যা গুরুত্বপূর্ণ বৈশ্বিক কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার প্রকল্পে সমর্থন দিয়েছে এবং দেশটিতে সর্বাধিক ঐতিহ্যবাহী স্থান রয়েছে। চীনের চ্যচিয়াং ছিংথিয়েনে রাইস-ফিশ সিম্বোসিস সিস্টেমসহ ১৫টি ঐতিহ্যবাহী সাইট রয়েছে।

 

২০০৪ সালে কুহফকান ইউয়ান লং পিংয়ের সঙ্গে কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের ধারণা নিয়ে আলোচনা করেন। ইউয়ান লং পিংয়ের কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি মনোযোগ তাকে বিস্মিত করেছে। তিনি বলেন, ইউয়ান লং পিং অত্যন্ত অগ্রণী ও জ্ঞানী বিজ্ঞানী। ২০০৪ সালে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। আমি কৃষিখাতের সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা উল্লেখ করেছি এবং তিনি এই বিষয়ে উন্মুক্ত ধারণা দিয়েছিলেন। বলা উচিত, তিনি টেকসই কৃষি বিকাশ, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যবিমোচনে দুর্দান্ত অবদান রেখেছেন।

 

বর্তমানে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মাদাগাস্কার ও অন্যান্য দেশে হাইব্রিড ধান চাষ করা হয়। বার্ষিক চাষের পরিমাণ আট মিলিয়ন হেক্টরে উন্নীত হয়েছে। প্রতি হেক্টরে গড় ফলন হচ্ছে স্থানীয় উন্নত জাতের তুলনায় প্রায় দুই টন বেশি।

 

কুহফকান বলেন, ভাত শুধু চীনাদের প্রধান খাবারই নয়, অনেক এশীয় ও আফ্রিকান দেশের গুরুত্বপূর্ণ খাবার। ইউয়ান লং পিংয়ের দুর্দান্ত সফলতা হলো- তিনি শুধু চীনের জন্যই নয়, বরং বিশ্ব খাদ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, তাঁর কাজ ছিল দুর্দান্ত এবং খাদ্য নিরাপত্তায় তিনি দুর্দান্ত সফল হয়েছেন। একজন বিজ্ঞানী হিসাবে, তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটেও অনেক অবদান রেখেছেন। সেখানে তিনি প্রচুর সংখ্যক তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়েছিলেন। হাইব্রিড ধান গবেষণায় তাঁর এবং অন্যান্য বিজ্ঞানীদের অবদানের বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। তাঁর মৃত্যু দুঃখজনক। তবে ভাগ্যক্রমে, তাঁর মৃত্যুর আগে মানবজাতি যা পেয়েছে, তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যাবে। আমি মনে করি, তিনি চীন, এশিয়া ও গোটা বিশ্বে দুর্দান্ত অবদান রেখেছেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)