কফিহাউসের আড্ডা: চীনের সঙ্গে টিকা-সহযোগিতা নিয়ে ডাঃ সোহেল আহমেদের মতামত
2021-05-23 17:15:16

কফিহাউসের আড্ডা: চীনের সঙ্গে টিকা-সহযোগিতা নিয়ে ডাঃ সোহেল আহমেদের মতামত_fororder_sohel2

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার মোঃ সোহেল আহমেদ। তিনি বর্তমানে ক্যাপিটল মেডিকল ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তাঁর বিষয় হচ্ছে 'জনস্বাস্থ্য: এপিডেমিওলজি এবং বায়োস্টাটিক্স'। তিনি বাংলাদেশে স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গেও কোভিড-১৯ নিয়ে কাজ করছেন। বাংলাদেশে মহামারীর বর্তমান অবস্থা কেমন? টিকা নিয়ে চীন-বাংলাদেশ সহযোগিতা কেমন চলছে? জানতে চলুন কথা বলি ডাঃ সোহেল আহমেদের সঙ্গে।