দাদুর লেখা আমাকে অনুপ্রেরণা যোগায় শক্তি যোগায়: অনিন্দিতা কাজী, নজরুল-পৌত্রী
2021-05-21 20:36:06

দাদুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল খুব ছোট্টবেলায় আমার পড়ার বইয়ের কবিতায় আর গানের খাতার পাতায়। সবার মতো তাঁর গান গেয়েছি, কবিতা বলেছি। তিনি যে আমার দাদু, তিনি যে বিশেষ একজন, সবার থেকে স্বতন্ত্র…।

আপন আলোয় ১৭

ছবি: চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলছেন জাতীয় কবির পৌত্রি অনিন্দিতা কাজী

ক্রমশ যখন বড় হয়েছি,তাঁর লেখা পড়েছি, জেনেছি- তখন গর্ববোধ করেছি যে আমি এই পরিবারেরই একজন- তাঁর উত্তরসুরী। জীবনের প্রতিটি স্তরে যখন কুল পাই না, তখন তাঁর লেখাগুলো আমাকে অনুপ্রেরণা যোগায়, শক্তি যোগায় সামনে এগিয়ে যাবার।

১২২তম নজরুল জয়ন্তীতে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দাদুর স্মৃতিচারণ, কবি নজরুলের প্রাসঙ্গিকতা, রবীন্দ্র-নজরুল সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে বললেন নজরুল-পৌত্রী অনিন্দিতা কাজী।