হেল্থ বুলেটিন
2021-05-21 18:58:23

কমেছে করোনা সংক্রমণ

হেল্থ বুলেটিন_fororder_d4

চলমান লকডাউনের ফলে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন বলবৎ করে সরকার। লকডাউনের প্রথম দিকে সংক্রমণ ও মৃত্যুর হার স্থির থাকলেও এখন দুটোই কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনে সবাই বিধিনিষেধ মানলে এ হার আরও কমে আসবে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। ওইদিন করোনা শনাক্তের হার ছিল ১০ শতাংশেরও কম।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ১২ কোটি মানুষ

হেল্থ বুলেটিন_fororder_d5

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হয়েছে সাড়ে ১৬ কোটিরও বেশি মানুষ। মারা গেছে ৩৪ লাখ ৩১ হাজারেরও বেশি। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদিনে করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৫ জনের। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার, যা গতকালের চেয়ে প্রায় ৪২ হাজার বেশি। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে থামছে না মৃত্যুর মিছিল

করোনা আক্রান্ত হয়ে ভারতে ৪ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে বুধবার। এ যাবৎকালের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ভারতে এটাই সর্বোচ্চ মৃত্যু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টানা তৃতীয় দিনের মতো গত বুধবার করোনা সংক্রমণ ৩ লাখের নিচে নেমে এসেছে। বুধবার ভারতে করোনায় আক্রান্ত হয় ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এর আগে জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ৪ হাজার ৪৭৫ জনের মৃত্যুর তথ্য জানায় জন হফকিন্স বিশ্ববিদ্যালয়।- তানজিদ/রহমান