তাইওয়ান নিয়ে পশ্চিমা ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য: সিআরআই সম্পাদকীয়
2021-05-21 11:02:35

মে ২১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৪৫তম অধিবেশনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রসহ কতিপয় পশ্চিমাদেশ আবারও তাইওয়ান নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তবে, সংস্থাটি বরাবরের মতো এবারও তাইওয়ানের প্রশাসনকে অধিবেশে আসার আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে ২০১৭ সাল থেকে তাইওয়ানের প্রশাসন পঞ্চমবারের মতো অধিবেশনে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য অধিবেশনে তাইওয়ানের অংশগ্রহণ নিশ্চিত করতে মার্কিন রাজনীতিকদের ষড়যন্ত্র আবারও চপেটাঘাত খেয়েছে। 

যুক্তরাষ্ট্রের কিছু কিছু রাজনীতিক চীনকে বাধাগ্রস্ত করার সব সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে আসছেন। তাঁরা মহামারী নিয়ে চীনের বিরুদ্ধে মিথ্যাচার করেন। তাঁরা এমনও বলছেন যে, চীনের বাধার কারণে মহামারীতে তাইওয়ানের জনকল্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিন্তু বিশ্ববাসী তাইওয়ানের প্রকৃত অবস্থা এবং তাইওয়ানের জনগণকে রক্ষায় চীনের আন্তরিকতা দেখতে পেরেছেন। মহামারী শুরুর পর, চীনের কেন্দ্রীয় সরকার তাইওয়ান প্রণালীর দুপারের প্রতিরোধ সহযোগিতার জন্য বিপুল প্রচেষ্টা চালিয়ে আসছে। এজন্য চীন তাইওয়ানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের হু পেই প্রদেশের উহান সফরের আমন্ত্রণ জানিয়েছে। তাইওয়ান অঞ্চলকে মহামারী বিষয়ক তথ্য ও পরিস্থিতি ২০০ বারেরও বেশি জানিয়েছে। পাশাপাশি, “এক চীন” নীতির ভিত্তিতে তাইওয়ানের বৈশ্বিক স্বাস্থ্য কার্যক্রমে অংশ নেয়ার জন্য সুষ্ঠু ব্যবস্থাও নিয়েছে বেইজিং।


ফলে গত বছর থেকে এ পর্যন্ত তাইওয়ানের চিকিতসা বিশেষজ্ঞরা মোট ১৬ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কার্যক্রমে অংশ নিয়েছেন। তাইওয়ান অঞ্চল সময় মতো এবং সম্পূর্ণভাবে করোনা টিকার তথ্য পেয়েছে এবং কোভ্যাক্সে অংশ নিয়েছে। এতে প্রমাণিত হয় যে, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ব্যক্তব্যের বাস্তব কোনো ভিত্তি নেই। 


পরিতাপের বিষয় হচ্ছে, মুখে বড় বড় বুলি কপচালেও, তাইওয়ানের মহামারী প্রতিরোধে মার্কিনীরা সতিকারের কোনো সাহায্য করে না। 


তবে, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ তাইওয়ান নিয়ে চীনকে বাধাগ্রস্ত করার অপরাজনীতি পূর্বের মতো এখনো অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের এহেন অপচেষ্টা কখনো সফল হবে না বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়। (আকাশ/এনাম/শিশির)