আপনার ডাক্তার
2021-05-21 19:00:45

আপনার ডাক্তার_fororder_d7

এ পর্বে আজ আমরা কথা বলছি আক্কেল দাঁতের সমস্যা নিয়ে। একটা নির্দিষ্ট বয়সের পর বেশিরভাগ মানুষেরই আক্কেল দাঁত গজায়। আর এ দাঁত গজানের সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। সময়মতো এর চিকিৎসা না নিলে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। কখনও কখনও এ সমস্যা জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আবার আক্কেল দাঁত গজানোর পরও কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যারও সময়মতো চিকিৎসা দরকার। আক্কেল দাঁতের সমস্যা ও চিকিৎসা নিয়ে কথা বলতে আজ  আমাদের সঙ্গে যুক্ত হন ডাক্তার মোস্তাফিজ রহমান। জনাব মোস্তাফিজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটের দন্তরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।