সুযোগ পেলে পুনরায় নজরুলের কবিতা চীনা ভাষায় অনুবাদে আগ্রহী অধ্যাপক পাই খাই ইউয়ান
2021-05-21 20:33:35

সুযোগ পেলে পুনরায় নজরুলের কবিতা চীনা ভাষায় অনুবাদে আগ্রহী অধ্যাপক পাই খাই ইউয়ান_fororder_c

ছবি: চীনা ভাষার নজরুল অনুবাদক অধ্যাপক পাই খাই ইউয়ান

চীনে নজরুল অনুবাদক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক পাই খাই ইউয়ান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জয়ন্তী উপলক্ষে চীনা ভাষায় নজরুল অনুবাদ ও চীনে নজরুল চর্চাসহ বেশ কিছু বিষয় নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই গুণী অনুবাদক।

চীনের সাহিত্য প্রেমীদের কাছে নজরুলকে তুলে ধরতে নজরুলের অসংখ্য কবিতা চীনা ভাষায় অনুবাদ করেন পাই খাই ইউয়ান। সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে নজরুলের কবিতায় মুগ্ধ হয়েই এই উদ্যোগ বলে জানালেন তিনি।

আপন আলোয় ১৭

সময় সুযোগ পেলে আবারও নজরুলকে নিয়ে কাজের প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। জানালেন, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় চাইলে চীনা ভাষায় নজরুলের সমগ্র অনুবাদে অংশ নিতে আগ্রহী তিনি।