২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র
2021-05-20 15:40:20

২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র_fororder_春天

২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্র_fororder_扶贫

বেইজিং নর্মাল ইউনিভার্সিটির তথ্যচিত্র কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ২০২১ সালের ২৭ এপ্রিল বেইজিংয়ে ‘চীনের তথ্যচিত্রের উন্নয়ন-সংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ প্রকাশ করেছে।

রিপোর্টে দেখা যায়, ২০২০ সালে একদিকে নভেল করোনাভাইরাস মহামারী, দারিদ্র্যমুক্তি এবং মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য করাসহ বিভিন্ন থিমকে কেন্দ্র করে নানা প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। অন্যদিকে বহুমুখী বিষয়কে ফোকাস করেও বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে।

 

গত বছর আকস্মিক মহামারীর কারণে প্রামাণ্যচিত্র পরিচালকরা নিজ নিজ ক্যামেরা দিয়ে মহামারীর পর সমাজের ওপর গভীর নজর রেখেছেন এবং ঐতিহাসিক তথ্য রেকর্ড করেছেন। তারা দর্শকদের চীনা সমাজ ও বাস্তবতা পর্যবেক্ষণের সুযোগ করে দিয়েছেন। তা ছাড়া, প্রামাণ্যচিত্রগুলো প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা এবং একযোগে মহামারী প্রতিরোধের ইতিবাচক শক্তি সংযোগ করেছে।

 

‘টেস্টিং টাইমস-২০২০’ নামের প্রামাণ্যচিত্রে মহামারী প্রতিরোধে চীনের সক্রিয় পদক্ষেপগুলো দেখানো হয়েছে।  ‘(A Record of 80 Days in Jinyintan Hospital) এ রেকর্ড অব এইটি ডেস ইন চিনচিনথান হাসপাতাল’ প্রামাণ্যচিত্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন ও মৃত্যুর গল্প তুলে ধরা হয়, এতে সাধারণ বীর এবং মানুষের উজ্জ্বলতা প্রকাশিত হয়েছে; (Life Matters) লাইফ ম্যাটার্স শীর্ষক প্রামাণ্যচিত্র শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট স্থানে রেকর্ড করার পদ্ধতি জনগণকে মুগ্ধ করেছে। এসব প্রামাণ্যচিত্র ইতিহাস সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে।

 

জাতীয় বেতার ও টিভি সাধারণ ব্যুরোর প্রচার বিভাগের প্রধান মা লি বলেন, বিগত এক বছরে প্রামাণ্যচিত্র সম্পর্কিত ব্যক্তিবর্গ ব্যক্তিগত সমস্যা উপেক্ষা করে মহামারী প্রতিরোধের সম্মুখ সারিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন মহলের জনগণের জীবনযাত্রা রেকর্ড করেছেন, বাস্তব ঘটনা প্রচার করেছেন এবং সামাজিক দায়িত্ব পালন করেছেন।

 

মহামারীর পাশাপাশি, দারিদ্র্যমুক্তি, মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সহযোগিতা ছিল ২০২০ সালে চীনের প্রামাণ্যচিত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি থিম।

‘২০২০ সালে আমাদের দারিদ্র্যমুক্তির গল্প’, ‘প্রতিশ্রুতি’ এবং ‘(Poverty alleviation in) পোভার্টি অ্যালিভেশন ইন’সহ বিভিন্ন শিল্পকর্মে নানা অঞ্চলের দরিদ্র্যমুক্তির গল্প বর্ণিত হয়েছে। এসব শিল্পকর্মে দৈনন্দিন বিস্তারিত তথ্যের মাধ্যমে সামাজিক পরিবর্তনগুলো রেকর্ড করা হয় এবং দারিদ্র্যমুক্তির মহান সাফল্য তুলে ধরা হয়।

 

‘শান্তির জন্য’ ও ‘হিরোস’সহ বিভিন্ন শিল্পকর্মে মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য দেওয়ার যুদ্ধকে কেন্দ্র করে চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির লড়াই করার সাহস এবং ত্যাগকে ভয় না-করার চেতনা প্রতিফলিত হয়।

জাতীয় বেতার ও টিভি সাধারণ ব্যুরোর প্রচার বিভাগের প্রধান মা লি বলেন, প্রামাণ্যচিত্রের বাস্তবসম্মত শক্তি আছে এবং তা হলো যুগের উন্নয়নের বহিঃপ্রকাশ।

 

‘চীনের তথ্যচিত্রের উন্নয়নসংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ থেকে দেখা যায়, ২০২০ সালে চীনের সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রও অনেক বৈচিত্র্যময় ছিলো। ফলে প্রামাণ্যচিত্র খাত বিশেষ অবদান রেখেছে।

‘Like the Dyer's Hand’ নামের সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রে শাস্ত্রীয় কবিতা ইয়ে চিয়া ইংয়ের জীবন তুলে ধরা হয়েছে।

‘সাহিত্যের জন্মস্থান’ নামের প্রামাণ্যচিত্রে জন্মস্থানের বিশেষ দৃষ্টিকোণ থেকে মো ইয়েনসহ বেশ কয়েকজন চীনা লেখকের সাহিত্য রচনার প্রক্রিয়া তুলে ধরা হয়।

‘দৈনন্দিন সাহিত্য’ নামের প্রামাণ্যচিত্রে বন্ধুদের সঙ্গে লেখকের কথোপকথনের পদ্ধতিতে তাদের আধ্যাত্মিক বিশ্ব ফুটিয়ে তোলার গল্প বলা হয়।

ইতিহাস ও সংস্কৃতির প্রতি অনুসন্ধানের ক্ষেত্রে ‘চীন’ নামক তথ্যচিত্রের ১২টি পর্বে (The Spring and Autumn Period ) দ্য স্প্রিং অ্যান্ড ওটাম পিরিয়ড থেকে থাং রাজবংশ পর্যন্ত সভ্যতার অগ্রসরের প্রক্রিয়া তুলে ধরা হয়।

 

‘চীনের তথ্যচিত্র উন্নয়ন সংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ এ বলা হয়, সুস্বাদু খাবার প্রামাণ্যচিত্রে খুব জনপ্রিয় একটি বিষয়। ‘Once Upon a Bite’ নামক প্রামাণ্যচিত্রের দ্বিতীয় পর্বে অব্যাহতভাবে বিশ্বের সুস্বাদু খাবার অনুসন্ধানের অভিযান চালানো হয়।

বেইজিং নর্মাল ইউনিভার্সিটির তথ্যচিত্র কেন্দ্রের মহাপরিচালক চাং থোং তাও বলেন, বিগত এক বছরের দিকে ফিরে তাকালে মনে হয় যে, ভবিষ্যতে ব্র্যান্ডিং হবে প্রামাণ্যচিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।

 

‘চীনের তথ্যচিত্রের উন্নয়নসংক্রান্ত গবেষণামূলক রিপোর্ট-২০২১’ থেকে জানা গেছে, বিগত এক বছরে নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ এবং প্রচার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হয়েছে। বড় স্ক্রিনে বা ছোট স্ক্রিনে প্রামাণ্যচিত্র প্রচারের পার্থক্য ধীরে ধীরে কমছে। বিভিন্ন চ্যানেলের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরিবর্তন এবং সৃজনশীলতা প্রচারের কার্যকারিতাও বেড়েছে।

 

নেট প্রামাণ্যচিত্র প্লাটফর্মের সুবিধা ও গ্রাহকদের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত ভিডিও তৈরির পদ্ধতিতে প্রামাণ্যচিত্রের বিষয় তুলে ধরায় দর্শকদের উপভোগের আগ্রহ সৃষ্টি হয়েছে। চিরাচরিত মূলধারার মিডিয়া মাইক্রো তথ্যচিত্রের নির্মাণ ও প্রচারের ওপর গুরুত্ব দিয়ে থাকে এবং মাইক্রো তথ্যচিত্রের থিমও সম্প্রসারণ করে। ‘আমি সেই মহান যুদ্ধে অংশ নিয়েছি’সহ বেশ কয়েকটি মাইক্রো প্রামাণ্যচিত্রে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

 

বলা যায়, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে প্রামাণ্যচিত্রের পরিবর্তন অনেক দ্রুত হয়েছে। তাই চীনের প্রামাণ্যচিত্র খাতকে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে। ইন্টারনেট-কেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের ব্যবস্থা করা, ঐতিহ্যবাহী গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করা এবং নতুন ব্যবস্থা সম্প্রসারণ করা উচিত।

(লিলি/তৌহিদ/শুয়ে)