জাং সিন জে
2021-05-20 09:18:12

জাং সিন জে বা জেফ চ্যাং ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের ইয়ুন লিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী, অভিনেতা এবং একটি মঞ্চ দলের প্রধান।

 

১৯৮৭ সালে তিনি এলিট মিউজিক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৮৯ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘মিথ্যা বলা’ প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি মিউজিক স্টুডিও প্রতিষ্ঠান করেন। ১৯৯৬ সালে ‘সহিষ্ণুতা’ নামের অ্যালবাম দিয়ে সপ্তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়ক পুরষ্কার জিতেন।

জাং সিন জে_fororder_src=http___www.tbw-hufu.com_tuhfJDEwLmFsaWNkbi5jb20vYmFvL3VwbG9hZGVkL2kxLzEwMjE3NDkyMTIvTzFDTjAxZURSTXZlMkh2OTNZQWdmb0tfISEkMw&refer=http___www.tbw-hufu

আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি আপনাদের জেফ জাংয়ের ‘সহিষ্ণুতা’ অ্যালবামের শিরোনাম সংগীত শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

 

‘ভালবাসা জোয়ারের মতো’ ১৯৯৩ সালের মে মাসে জেফ প্রকাশিত অ্যালবাম ‘উদ্বেগ’-এ অন্তর্ভূক্ত একটি গান। এটা তাঁর প্রতিনিধিত্বমূলক একটি গান। গানটিতে পুরুষদের দুর্বলচিত্ত এবং ভালোবাসার সামনে তাদের অক্ষমতা প্রকাশিত হয়। জেফ খুব সূক্ষ্মভাবে গানটি প্রকাশ করেছেন। বন্ধুরা, তাহলে আমরা এক সাথে জেফ জাংয়ের কণ্ঠে ‘ভালবাসা জোয়ারের মতো’ গানটি অনুভব করব, কেমন? শুনুন তাহলে গানটি। 

জাং সিন জে_fororder_src=http___p7.itc.cn_images01_20200630_c1c9bafcc4bf46048426c1bdf069c042.jpeg&refer=http___p7.itc

‘তোমাকে অনেক ভালোবাসতে চাই’ গানটি ১৯৯৬ সালে জেফ প্রকাশিত ‘স্বপ্ন’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। সেই বছর জেফ এ অ্যালবাম প্রকাশ করার পাশাপাশি অন্য দু’টো ক্যান্টোনিজ ভাষার এবং একটি ইংরেজী ভাষার অ্যালবাম প্রকাশ করেন। ‘তোমাকে অনেক ভালোবাসতে চাই’ গানটি অ্যালবামের প্রধান গান। তখন গানটি অনেক জনপ্রিয় ছিল। গানটি পাশাপাশি তৃতীয় চ্যানেল [ভি] চীনা ভাষার টপ ২০ গান পুরষ্কার জিতে।  কেন তাঁকে অনেক ভালোবাসতে চান? আসুন, জেফের গানে আমরা সেটা উপলব্ধি করব।

 

‘ফ্যাকাশে মুনশাইন’ ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে জেফ প্রকাশিত অ্যালবাম ‘আগামি চিরকাল’-এ অন্তর্ভূক্ত একটি গান। এটা ছিল জাপানের টিভি নাটকের সঙ্গীত। এর আসল সংস্করণ ছিল দক্ষিণ কোরীয়। সঙ্গীতের সুরকার বিশেষ করে জেফ’কে চীনা ভাষার সংস্করণ গেতে নিযুক্ত করেন। খুব ধীর ও মনোগ্রাহী একটি গান। বন্ধুরা, তাহলে এখনই আমি গানটি আপনাদের শোনাচ্ছি। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। 

জাং সিন জে_fororder_src=http___s14.sinaimg.cn_mw690_002IRFBwzy7dmlUNtxPfd&690&refer=http___s14.sinaimg

‘ওভার ফায়ার’  গানটির দুটো সংস্করণ আছে। একটি চীনা ভাষার এবং অন্য একটি ক্যান্টোনিজ ভাষার। দু’টো সংস্করণ যথাক্রমে ১৯৯৫ সালের সেপ্টেম্বর ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। শুরুর দিকে জেফ মনে করেছেন এটা একটি সহজ প্রেমের গান। এমনকি তিনি গানটি অ্যালবামের শেষে রাখতে চেয়েছিলেন। কিন্তু গানটি এতো জনপ্রিয় হয় যে, তাঁর অনুরাগীরা তাঁর রেকর্ড কোম্পানিকে গানের মিউজিক ভিডিও তৈরী করার চাপ দিয়েছে। আচ্ছা, বন্ধুরা, তাহলে আমি আপনাদের জনপ্রিয় সেই গান ‘ওভার ফায়ার’ আপনাদের শোনাচ্ছি। শুনুন তাহলে গানটি। 

 

‘ভালোবাসা শুধু একটি অক্ষর’ ১৯৯৯ সালে জেফ জাং প্রকাশিত একটি গান। গানটি একটি চীনা কার্টুন চলচ্চিত্রের শেষ গান। সে বছর থেকে গানটি চীনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এটা চীনের মূল-ভূভাগে জেফের খুব প্রভাবশালী শিল্প-কর্মগুলোর অন্যতম। বন্ধুরা, তাহলে আমি গানটি আপনাদের শোনানোর পাশাপাশি পুনরায় উপভোগ করি। শুনুন তাহলে গানটি। 

জাং সিন জে_fororder_8644ebf81a4c510f330c80266c59252dd52aa5c6

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম “পূজারি”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)