চীনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের ৭০০ প্রতিষ্ঠান
2021-05-20 20:06:36

 

চীনের হাইনান প্রদেশের হাইখোতে শুরু হয়েছে আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী। মুক্তবাজার বন্দর গড়ে ওঠায় এতে অংশ নিয়েছে বিদেশী নামিদামী নানা ব্র্যান্ডের প্রতিষ্ঠান। প্রদর্শনীতে দেশীয় কোম্পানীগুলো তুলে ধরেছে ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী। হাবিবুর রহমান অভির প্রতিবেদন।

চীনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের ৭০০ প্রতিষ্ঠান_fororder_b8

ভ্রমণ পিয়াসু মানুষের কাছে বেশ পরিচিত চীনের হাইনান প্রদেশ। এ অঞ্চলটি দ্বীপরাজ্য হিসেবেও সমাদৃত। সমূদ্র তীরবর্তী এ উপকূলীয় অঞ্চলে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। গেল ৭মে থেকে হাইনান প্রদেশের হাইখো শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কুনজুমার প্রোডাক্টস এক্সপো। মুক্ত বাজার বন্দর নগরী হিসেবে গড়ে ওঠায় প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৭০০’রও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

 

এছাড়াও দেশীয় প্রায় ৮০০ কোম্পানি আকর্ষণীয় সব পণ্য নিয়ে হাজির হয়েছেন এক্সপোতে।  সিনচিয়াংয়ের উইঘুর সম্প্রাদয়ের এক নারী উদ্যোক্তা আলিয়া। ঐতিহ্যবাহী পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। এই নারী জানান, এটলেস হচ্ছে আমাদের উইগুর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সিল্কের পোশাক। তরুণ প্রজন্মের কাছে আকর্ষনীয় করে তুলতে এসব পোশাকে যুক্ত করা তুলাসহ আরও কিছু উপাদান। পোশাকে আনা হয়েছে বৈচিত্র আর আভিজাত্যের ছাপ।

চীনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের ৭০০ প্রতিষ্ঠান_fororder_b9

ছবি: মিডিয়ায় কথা বলছেন উইগুরের এক নারী উদ্যোক্তা।

 

বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার তৈরি করতে দশমবারের মতো চীনে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে দেশীয় পণ্যের চাহিদা যেমন বাড়বে তেমনি আন্তর্জাতিক বাজারেও এর একটা বড় প্রভাব পড়বে।