‘গতানুগতিক বাজেটে করোনাকালীন অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়’
2021-05-20 19:57:03

ব্যবসাপাতির ২২তম পর্বে যা থাকছে:

# ‘ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে দরকার বিশেষ বাজেট’

# করোনায় বেকার হয়ে যাওয়া মানুষের বাজেট ভাবনা

# বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদের সাক্ষাৎকার

# চীনের হাইনান প্রদেশে শুরু হওয়া আন্তর্জাতিক পণ্য প্রদর্শনীর খবর

 

‘গতানুগতিক বাজেটে করোনাকালীন অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়’_fororder_b1

 

 

“অপ্রাতিষ্ঠানিক সেবাখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ হারিয়েছে এখানকার কর্মীরা। তাদের পরিবারের সহায়তা কর্মসূচি নিতে হবে। টেকসই সহায়তা দিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।“

  • ড. জাহিদ হোসেন