‘তোমাদের সুখ’
2021-05-19 18:39:35

‘তোমাদের সুখ’_fororder_xie

সিয়ে আন ছি, ১৯৭৭ সালের ১৩ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন, হংকংয়ের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

২০০৫ সালের ৫ জানুয়ারি সিয়ে আন ছি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০৬ সালে সিয়ে আন ছি  ‘উদ্বেগ দিবস’ অ্যালবাম নিয়ে হাজির হন ও সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০১০ সালে সিয়ে আন ছিকে হংকংয়ের শ্রেষ্ঠ ১০ যুবকের একজন হিসেবে নির্বাচিত করা হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ে আন ছি’র গান ‘তোমাদের সুখ’। গানের কথাগুলো এমন: আমার প্রিয় মানুষ আসে নি, ঘুমিয়ে পড়েছি। ভুল মানুষের সঙ্গে প্রেমে জড়াতে চাই না, তবে আমার নিজের আনন্দ হারায় নি। বেশি সময় নেই, তবে তোমার চাহিদা পূরণ হয়েছে। আরো ভালো দিনের জন্য ব্যস্ত আছি আমি।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন সিয়ে আন ছি’র গান ‘বার্ষিক গান’। গানের কথায় বলা হয়: আকাশের সিঁড়িতে উঠতাম, তোমাকে আলিঙ্গন করতাম, আমার প্রিয় সব কিছু, মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। সব পেয়েছি, আবার হারিয়েছি। এই বছরের অনেক গান প্রতিদিন বাজে।

এবার শুনুন এই গান।

 

এবারের গানের নাম ‘আসলে একাকী লাগছে’। গানের কথায় বলা হয়: একজন থাকলে অভ্যস্ত হয়ে যাবে। কার জন্য অপেক্ষা করবো? আমি জানি না। একাই খেয়ে কারও জন্য অপেক্ষা করা দরকার নেই। প্রিয় জায়গায় ইচ্ছা মতো যেতে পারি। একাকী অনুভূতি, একাই খাবার খাই। আচ্ছা, শুনুন গানটি।

‘তোমাদের সুখ’_fororder_xie2

বন্ধুরা, এখন শুনুন সিয়ে আন ছি’র গান ‘আমাকে নিয়ে যাও’। গানের কথাগুলো এমন: ইঞ্জিন চলছে, এই গাড়ি দূর পথে যাচ্ছে। হাতের কাজ না করে, পালিয়ে যেতে চাই। দূরের হ্রদ দেখতে চাই, মন চাইলে ঘুমিয়ে পড়তে চাই। ক্ষুধা লাগলে খাবো, ক্লান্ত হলে বিশ্রাম নিবো। আমাকে নিয়ে যাও, সব দুঃখ ভুলে যাবো। আচ্ছা বন্ধুরা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ে আন ছি’র কণ্ঠে ‘বৃষ্টি শেষে হলেও মেঘাচ্ছন্ন দিন’। গানের কথা এমন: এই মুহূর্তে তোমাকে দেখে আমি খুব আনন্দিত। অনেক বছর না দেখলেও বন্ধুর বিয়েতে তোমায় দেখেছি। আজকের মুখ পরিচিত- তবে ততটা আন্তরিক নয়। বৃষ্টি শেষে সূর্যের দিন, যদি সেদিন আমাদের গল্প আবার শোনানো হয়, হয়তো আমাদের ভবিষ্যত আরও সুখের হবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে আ ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)