দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প
2021-05-19 13:07:42

দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার কৌশলগত অবকাঠামোটি বর্তমান বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্প। এ প্রকল্পনের পূর্ব রুট, ও মধ্য রুট নির্মাণের প্রথম পর্যায় শেষ হয়েছে। ফলে মোট ৪,৩০০ কোটি ঘন মিটার পানি দক্ষিণের ছাং চিয়াং অর্থাত্ ইয়াংচি নদী থেকে উত্তর চীনে আনা গেছে।

বিয়াল্লিশটি শহরের লোকজন এতে উপকৃত হয়েছে। হ্য নান প্রদেশের সি চৌ জেলা হল দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা প্রকল্পের মধ্য রুটের সূচনা স্থল। গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হ্য নান প্রদেশের মধ্য রুটের প্রধান প্রকল্প পরিদর্শন করেন। তিনি জনান, “দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্পের নির্মাণ, পরিচালনা, ও অভিবাসীদের পুনর্বাসন কাজে আমি সব সময় গুরুত্বারোপ করে থাকি। সবার জীবন এখন কেমন, তা আমি জানতে চাই। এ প্রকল্পের আশপাশের লোকদের পানি পান করাতে আপনারা নিজেদেরর স্বার্থ ত্যাগ করেছেন। এটি একটি মহান চেতনা। প্রকল্পটির আশপাশের এবং সারা দেশের জনগণ আপনাদেরকে ধন্যবাদ জানায়। আমি আন্তরিকভাবে আপনাদের সুখী ও সমৃদ্ধ জীবন প্রত্যাশা করি।”

গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হ্য নান সফরের গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প পরিদর্শন করা। এ প্রকল্প চীনের কৌশলগত একটি প্রকল্প এবং এতে রয়েছে পূর্ব, মধ্য ও পশ্চিম নামের তিনটি রুট। পূর্ব রুটের সূচনা চিয়াং সু প্রদেশের ইয়াং চৌ শহরের চিয়াং তু নামে একটি জল সংরক্ষণ প্রকল্প। মধ্য রুটের সূচনা হান চিয়াং নদীর তান চিয়াং খৌ জলাধার, তা হু পেই ও হ্য নান প্রদেশের সীমান্তে অবস্থিত। এটি হ্য নান, হ্য পেই প্রদেশ এবং বেইজিং ও থিয়ান চিন শহরে পানি সরবরাহ করে।

১৯৫২ সালে প্রেসিডেন্ট মাও সে তুং যখন হুয়া হ্য নদী পরিদর্শন করেন তখন তিনি প্রথম বারের মতো এ প্রকল্পের প্রস্তাব উত্থাপন করেন। তখন থেকে  ৫০টি পরিকল্পনার মধ্যে একটি বাছাই করে শুরু হয় দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প। এ প্রকল্পের আওতায় ৪৩.৮ কোটি মানুষের বাস, এবং পানি স্থানান্তরের পরিমাণ ৪,৪৮০ কোটি ঘন মিটার। পূর্ব, মধ্য ও পশ্চিম রুটের মোট দৈর্ঘ্য ৪,৩৫০ কিলোমিটার।

 

এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল উত্তর চীন বিশেষ করে হুয়াং হ্য প্রবাহিত এলাকার পানি সংকট সমাধান করা। এখন পূর্ব রুট ও মধ্য রুটের প্রথম পর্যায় নির্মাণ শেষ হয়েছে এবং পশ্চিম রুটের নির্মাণ শুরু হওয়ার পথে। গত বছরেরর ৩ জুন পর্যন্ত, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ২,০০০ দিনের মতো সুষ্ঠু ভাবে চলে। ফলে মোট ৩,০০০কোটি ঘন মিটার পানি উত্তর চীনে সরবরাহ হয়।

উল্লেখ্য, দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্পের মধ্যম লাইন নির্মাণের কারণে লাইনের আশপাশের প্রায় চার লাখেরও বেশি লোককে তাঁদের বাসস্থান থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করা হয়েছে । ২০১২ সালের সেপ্টেম্বর মাসে, মধ্য রুটের সূচনা তান চিয়াং খো এলাকার সব মানুষকে সরিয়ে নেয়া হয়। এবারের সফরে প্রেসিডেন্ট সি চি পিং বিশেষ করে স্থানান্তরিতদের খোঁজখবর নেন। হ্য নান প্রদেশের সি ছুয়ান জেলার ইউয়ু কুয়ান গ্রামে একটি স্মৃতিস্তম্ভ দায়িড়ে আছে। এটি ৫৬টি ছোট স্মৃতিস্তম্ভ নিয়ে বড় একটি স্মৃতিস্তম্ভ।  এ স্মৃতিস্তম্ভ সাধারণ মানুষের স্মরণে নির্মাণ করা হয়। এখানে লেখা আছে সি ছুয়ান জেলার ১,২৭৬টি গ্রামের মোট ১ লাখ ৬৫ হাজার ৪ শ’ মানুষের নাম। তাঁদের গ্রামের আর অস্তত্ব নেই। দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প

 নির্মাণের জন্য তাঁদের গ্রাম চিরদিনের মতো পানিতে ডুবে যায়। যখন জন্মস্থানের কথা মনে  পড়ে, তখন তাঁরা এখানে ফিরে স্মৃতিস্তম্ভকে একটু দেখেন। তারা লি কুও রেন একজন স্থানান্তরিত বাসিন্দা। তার একটি মেয়ে আছে। মেয়ের নাম লি সি ইয়ান। সি মানে সিছুয়ান জেলা আর ইয়ান মানে লিটল সোয়ালো পাখি। তিনি আশা করেন, মেয়েটি লিটল সোয়ালো পাখির মতো যত দূরেই যাবে, কখনো জন্মস্থানের কথা ভুলে যাবে না। স্থানীয় বাসিন্দারা দেশের উন্নয়নে বড় ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।  তাঁদের অবদানে এখন হ্য নান প্রদেশের উন্নয়ন গতি পেয়েছে।  যেমন: রাজধানী চেং চৌ শহর, চীনের প্রথম জাতীয় বিমানবন্দর অর্থনৈতিক কম্প্রিহেনসিভ পরীক্ষামূলক অঞ্চল, এক অঞ্চল, এক পথ প্রস্তাবের আন্তর্জাতিক যাতায়াতের সংযোগস্থল। আন্তর্জাতিক কার্গো বিমান এখানে ট্রানজিট করা হয়। দুই ঘন্টার ফ্লাইটের মাধ্যমে ৯০ শতাংশ চীনাকে অন্তর্ভূক্ত করতে পারে এই প্রকল্প।  যদি দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনার প্রকল্প না থাকে, তাহলে  হ্য নান প্রদেশের পানি সম্পদ বিমানবন্দর অর্থনৈতিক এলাকার উন্নয়ন সমর্থন করতে পারে না।

প্রকল্পের পাশের কোন কোন শহরের জলপথ আবার চালু হয়েছে।  কোন কোন জায়গার পানির মান উন্নত হয়ে স্থানীয় শিল্পের উন্নয়ন হয়েছে। বেইজিং ও হ্য পেই প্রদেশের পানির মান যেমন ভাল হয়েছে, তেমনি ভূগর্ভস্থ জলের স্তর উন্নীত হয়েছে। তা এ প্রকল্পের কল্যাণেই হয়েছে। অবশ্যই যখন আমরা এ প্রকল্পের সুবিধা উপভোগ করি, তখন যারা এ প্রকল্পের জন্য প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের কথা স্মরণ করি। (শিশির/এনাম/আকাশ)