‘রঙিন মেঘের দক্ষিণে’
2021-05-19 18:42:51

‘রঙিন মেঘের দক্ষিণে’_fororder_xu

সুই ছিয়ান ইয়া, ১৯৮১ সালের ১৩ ফেব্রুয়ারি চীনের হেই লুং চিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী।

 

২০০৫ সালে সুই ছিয়ান ইয়ান ‘রঙিন মেঘের দক্ষিণে’ গানটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০৭ সালে তাঁর ‘রঙিন মেঘের দক্ষিণে’ নামের অ্যালবাম প্রকাশিত হয়। ২০০৮ সালে সুই ছিয়ান ইয়া’র গান ‘ট্রেনে চড়ে লাসা শহরে যাবো’ গানটি প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সুই ছিয়ান ইয়া’র গান ‘এই পৃথিবীর বোনরা’। গানের কথা এমন: আগে ভালোবাসার কারণে মাতাল হতাম, সব কিছু সেই মানুষকে দিয়েছি। আগে হৃদয়ের এত ব্যথা হতো। ভালো বোনরা, অশ্রু মুছে ফেলো, পুরুষ ও নারীর পৃথিবীতে সবাই সমান। আমরা একসাথে পুরানো নিয়ম ভেঙে দেবো। আচ্ছা শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই ছিয়ান ইয়া’র গান ‘রঙিন মেঘের দক্ষিণে’ গানের কথাগুলো এমন:  কে ডাকছে, আকাশে ও মেঘের উপরে। আমি দিন-রাত তাই ভাবি, স্বপ্নে আবার তোমার কাছে ফিরে যাই। রঙিন মেঘের দক্ষিণে, আমার হৃদয়ের তীরে। ময়ূর সেখানে উড়ে যায়। সুন্দর লি চিয়াং নদীতে...। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই ছিয়ান ইয়া’র গান ‘তুমি ঠিক সময়ে এসেছো’। গানের কথায় বলা হয়: বাতাস ঠিক সময়ে এসেছে, পুরো পাহাড়ে ফুল ফুটেছে। বৃষ্টি ঠিক সময়ে এসেছে, তোমার বন্দর পরিষ্কার করেছে। তুমি ঠিক সময়ে এসেছো, যখন চায়ের সুগন্ধ ভেসে যায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘আমি চিংদ্য থানায় তোমায় অপেক্ষা করি’। গানের কথাগুলো এমন: দক্ষিণ চীনের বৃষ্টিতে রহস্যময় আমেজ থাকে। আমি চিংদ্য থানায় তোমার অপেক্ষা করি। তোমার হাজার বছরের ফিরে যাওয়ার অপেক্ষা করি। আমি চিংদ্য থানায় তোমার অপেক্ষা করি, একবার দেখায় তোমাকে চিনতে পারি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সুই ছিয়ান ইয়া’র গান ‘ট্রেনের মাধ্যমে লাসা শহরে যাবো’। গানের কথা এমন: পাহাড় কত উঁচু, নদী কত দীর্ঘ, স্বর্গে যাওয়া কত কঠিন! অবশেষে এই আকাশের পথ চালু হলো- যেন মহান ড্রাগন মালভূমিতে থাকে। এই রেলপথ স্বপ্ন ও সৌভাগ্য নিয়ে লাসায় যায়। ট্রেনে চড়ে লাসা যাবো, সেখানকার সবচেয়ে সুন্দর ফুল দেখবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই ছিয়ান ইয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)