রেন সিয়ান ছি
2021-05-19 11:18:43

রেন সিয়ান ছি_fororder_src=http___img.mp.sohu.com_upload_20180417_70a1af340b4e4bbaa6ca21189fd3c507_th.png&refer=http___img.mp.sohu

রেন সিয়ান ছি (রিচি রেন) ১৯৬৬ সালের ২৩ জুন চীনের তাইওয়ান প্রদেশের জাং হুয়া জেলায় জন্মগ্রহণ করেন। হুপেই প্রদেশের উহান শহরের চিয়াং সিয়া এলাকা তাঁর পূর্বপুরুষদের আদি বাসস্থান। তিনি চীনা ভাষার পপসঙ্গীত শিল্পী, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, পরিচালক ও রেসিং ড্রাইভার। ১৯৯০ সালে তিনি গায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তাঁর প্রকাশিত ‘খুব স্নিগ্ধ’ অ্যালবামটির ২ কোটি ৬০ লাখ কপি বিক্রি হয়। অ্যালবামের একই নামের গান ‘খুব স্নিগ্ধ’ দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি রেন সিয়ান ছি’র সে জনপ্রিয় গান ‘খুব স্নিগ্ধ’ আপনাদের শোনাব, আশা করি, আপনারাও গানটি পছন্দ করবেন। শুনুন তাহলে গানটি। 

রেন সিয়ান ছি_fororder_src=http___s9.knowsky.com_bizhi_l_25001-35000_20095292527469277560&refer=http___s9.knowsky

১৯৯৮ সালে রেন সিয়ান ছি ‘প্রশান্ত মহাসাগরের মতো ভালোবাসা’ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভূক্ত হওয়া ‘ওভার হিয়ার, গার্ল’ ও ‘স্যাড প্যাসিফিক’ শোবিজে তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মে পরিণত হয়। ‘স্যাড প্যাসিফিক’ ১৯৯৮ সালে তাঁর অভিনীত একটি টিভি নাটকেরও শেষ গান। গানটি জাপানি গায়িকার ‘সুখ’ নামের গানের সংস্করণ। এছাড়া, গানটি ১৯৯৮ সালে হিট এফএম বার্ষিক শত একক গানে ৪১তম স্থান পায়। বন্ধুরা, তাহলে আমি আপনাদের একই অ্যালবামের দু’টো গান একসাথে শোনাব, কেমন? শুনুন তাহলে গান দু’টি। 

রেন সিয়ান ছি_fororder_u=1578432092,681585671&fm=26&fmt=auto&gp=0

১৯৮৭ সালে রেন সিয়ান ছি চীনা সংস্কৃতি বিশ্ববিদ্যালয় পিসিসিইউ’র ক্রীড়া বিভাগে লেখাপড়া শুরু করেন। লেখাপড়া চলাকালে তিনি গিটার শিখতেও শুরু করেন। আসলে তিনি গিটার দিয়ে বেশ কয়েকটি গান সৃষ্টি করেছেন। ‘ফুল ফুটে বসন্তকালে’ গানটি ছিল তাঁর সৃষ্ট একটি জনপ্রিয় গান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সেই গানটি শোনাতে চাচ্ছি, শুনুন তাহলে গানটি। 

রেন সিয়ান ছি_fororder_src=http___img1.gtimg.com_ent_pics_31239_31239785&refer=http___img1.gtimg

‘নির্ভরতা’ গানটি রেন সিয়ান ছি’র প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। গানটি তাঁর ১৯৯৬ সালের জুন মাসে প্রকাশিত একই নামের অ্যালবাম ‘নির্ভরতা’য় অন্তর্ভূক্ত হয়। গানটির গীতিকার সিয়াও ছোং বলেছেন, গানটি তাঁর এবং রেন সিয়ান ছি’র সঙ্গে সম্পর্কের প্রতিনিধিত্ব করে। কারণ এক সময় তিনি প্রতারিত হয়ে সব সম্পদ হারিয়েছেন। রেন সিয়ান ছি’র সাহায্যে তিনি কঠিন সময় অতিক্রম করতে পেরেছেন। আচ্ছা বন্ধুরা, তাহলে গানের মধ্য দিয়ে আমরাও দু’জনের মধ্যে মৈত্রী অনুভব করি, কেমন? শুনুন তাহলে গানটি। 

রেন সিয়ান ছি_fororder_src=http___n.sinaimg.cn_sinacn_w640h429_20180115_b948-fyqrewi3268666&refer=http___n.sinaimg

‘অজানা আনন্দ’ গানটি রেন সিয়ান ছি ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রকাশিত ‘প্রশান্ত মহাসাগরের মতো ভালোবাসা’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি তাইওয়ানের একটি টিভি নাটকের থিম সং। বন্ধুরা, তাহলে আমরা এক সাথে গানটি শুনি, কেমন? শুনুন তাহলে গানটি। 

রেন সিয়ান ছি_fororder_src=http___m3.biz.itc.cn_pic_new_n_78_95_Img5469578_n&refer=http___m3.biz.itc

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের রেন সিয়ান ছি অন্য আরেকটি গান শোনাই। গানের নাম “আমি একটি মাছ”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)