তোমার সঙ্গে আমার সময়
2021-05-18 10:18:14

তোমার সঙ্গে আমার সময়_fororder_微信图片_20210518101117

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চাং হুই মেই (আমেই)-এর পরিচয় দেবো। তিনি ১৯৭২ সালের ৯ অগাষ্ট চীনের তাইওয়ানের তাইদং জেলার বেইনান থানার থাইআন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বিক্রি হয় ১০ লক্ষাধিক কপি। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘তোমার সঙ্গে আমার সময়’ শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। তাইওয়ানের বিখ্যাত্ সুরকার উ ছিং ফেং গানটি লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘তোমার সঙ্গে আমার সময়’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করনে। অ্যালবাম বিক্রির সংখ্যা সাড়ে ১৩ লাখ কপি। সেবছর এটি তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের মর্যাদা লাভ করে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘রংধনু’ শীর্ষক গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আমেই’র কন্ঠে ‘রংধনু’ শীর্ষক গান। ২০০১ সালে তিনি অষ্টম অ্যালবাম প্রকাশ করেন। সে বছরের অক্টোবরে তিনি নবম অ্যালবাম প্রকাশ করেন। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন তার সাক্ষাত্কার নেয়। তিনি তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শীর্ষ নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তারা’ শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তোমার সঙ্গে আমার সময়_fororder_微信图片_20210518101200

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘তারা’ শীর্ষক গান। ২০০৩ সালে আমেই তার একাদশ অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি দ্বাদশ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি ত্রয়োদশ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি চতুর্দশ অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তিনি পুনরায় তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শীর্ষ নারী-কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যদি তুমিও শুনেছো’ শীর্ষক গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। তাইওয়ানের বিখ্যাত্ কন্ঠশিল্পী চৌ জিয়ে লুন গানটির সুর রচনা করেছেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘যদি তুমিও শুনেছো’ শীর্ষক গান। ২০১৩ সালে তিনি সংগীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। ২০১৪ সালের ৩০ জুন তিনি ইলেস্ট্রিক অ্যান্ড মিউজিক্যাল ইনডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেন। একই বছরের ২ জুলাই তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ধীরে ধীরে’ শীর্ষক গান। গানটি ২০২০ সালের ডিসেম্বরে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই’র কন্ঠে ‘ধীরে ধীরে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘জিম্মি’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: আমি আর তুমি, আমরা দু’জনের মধ্যে এক ধরণের বিপজ্জনক সম্পর্ক আছে। আমরা পরস্পরকে অপহরণ করি। আমরা মনে করেছিলাম, এটি হয়ত ভালবাসা। আমরা পরস্পরকে সুরক্ষা দিয়েছিলাম। কিন্তু ভালবাসা সন্দেহে পরিণত হয়েছে। তোমার ভালবাসা যেন আমার হৃদয়ে একটি গুলি। ভালবাসতে পারবো না।

আচ্ছা, বন্ধুরা চলুন গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cnগানের অনুরোধআমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)