আজকের টপিক গাজা অঞ্চলের মানবিক সংকট বাড়ছে: ‘দুই রাষ্ট্র’ তত্ত্ব বাস্তবায়ন করা একমাত্র উপায়
2021-05-18 15:04:59

আজকের টপিক গাজা অঞ্চলের মানবিক সংকট বাড়ছে: ‘দুই রাষ্ট্র’ তত্ত্ব বাস্তবায়ন করা একমাত্র উপায়_fororder_0518-3

রে ২ সহস্রাধিক রকেট নিক্ষেপ করেছে আর ইসরাইলের বিমানবাহিনী গাজায়  ৮ শতাধিক লক্ষবস্তুর ওপর বিমানহামলা চালিয়েছে ও চালাচ্ছে। হতাহতদের মধ্যে হামাসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অনেক শিশু ও নারীও রয়েছে। দু’পক্ষের সংঘর্ষ বাড়ার পাশাপাশি গাজা অঞ্চলে মানবিক সংকটও বাড়ছে। অসংখ্য মানুষ গৃহহারা হয়েছে, পানি সরবরাহ বন্ধ হয়েছে, ওষুধ ও চিকিত্সার অভাব দেখা দিয়েছে এবং কোভিড-১৯ মহামারীর প্রতিরোধকব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এবারের ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ কিভাবে শুরু হয়? তার সমাধান কী শুনুন আজকের টপিক অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আলিমুল হক।