সহজ ভালোবাসা’
2021-05-17 10:45:47

প্রেম মানবজাতির শাশ্বত একটি বিষয়। প্রাচীনকাল থেকে প্রেমসংক্রান্ত অসংখ্য কিংবদন্তি, কবিতা, গল্প প্রচলিত আছে; প্রেম সম্পর্কে মানুষের কথা যেন শেষ হবার নয়। চীনা সংগীত মহলে প্রেম সম্পর্কিত গানের সংখ্যা অনেক। বন্ধুরা, আজের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চীনের বেশ কিছু জনপ্রিয় প্রেমের গান শুনবো।

সহজ ভালোবাসা’_fororder_zhou

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা চীনের তাইওয়ানের গায়ক চৌ চিয়ে লুনের দুটি জনপ্রিয় প্রেমের গান শুনবো। চৌ চিয়ে লুন চীনের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী শিল্পী। ২০০০ সালে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ পায়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং অনেক পুরস্কার গেয়েছেন। শুধু চীনে নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকায় তার গানগুলো বেশ জনপ্রিয়। তিনি প্রথমে পাশ্চাত্যের জনপ্রিয় পপ, র‍্যাপ, হিপহপ সংগীতকে চীনের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে সংযুক্ত করেন এবং চীনের পপ সংগীতে নতুন প্রাণশক্তি যোগ করেন। বলা যায়, তিনি চীনা পপ সংগীতের একটি নতুন যুগ শুরু করেন। বন্ধুরা, এখন আমরা শুনবো চৌ চিয়ে লুনের গাওয়া মিষ্টি একটি প্রেমের গান ‘সহজ ভালোবাসা’।  গান ১

এবার আমরা শুনবো চৌ চিয়ে লুনের একটি বিরহী প্রেমের গান; গানের নাম ‘তুষারের মত সাদা চুল’। গানটি ২০০৫ সালে প্রকাশিত হয় এবং সবচেয়ে জনপ্রিয় গান, শ্রেষ্ঠ গানের কথাসহ অনেক পুরষ্কার পায়। এটি চীনা বৈশিষ্ট্যময় একটি প্রেমের গান। গানে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। গানে প্রাচীন প্রেমের কবিতার উদ্ধৃতি দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন চৌ লিয়ে লুনের সুন্দর গান ‘তুষারের মত সাদা চুল’ শুনুন।গান ২

বন্ধুরা, এবার আমরা শুনবো খুব প্রফুল্ল একটি প্রেমের গান, গানের নাম ‘প্রথম প্রেম’; গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক সিয়াও চিং থেং। গানে  তরুণদের প্রেমের কথা বলা হয়েছে। তরুণরা সবসময় খুব প্রাণবন্ত থাকে। তাদের প্রেমও বেশ প্রাণবন্ত। গানে তাদের প্রেমকে বসন্তকালের ফুল ও উষ্ণ বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। চলুন, গানটি শুনি।গান ৩

সহজ ভালোবাসা’_fororder_wangfei

বন্ধুরা, ‘প্রথম প্রেম’ কেমন লাগে? এই প্রফুল্ল গানের পর এবার আমরা খুব কোমল একটি প্রেমের গান শুনবো; গানের নাম ‘রেড বিন’; গেয়েছেন চীনের বিখ্যাত গায়িকা ওয়াং ফেই। চীনা সংস্কৃতিতে রেড বিন দিয়ে কারও অভাব অনুভবের কথা বলা হয়। অনেক কবিতা ও প্রবন্ধে রেড বিন দিয়ে মিস করার অনুভূতি প্রকাশ করা হয়েছে। গানটি ১৯৯৮ সালে প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেক জনপ্রিয়। বন্ধুরা, এখন ওয়াং ফেই’র সুন্দর গান ‘রেড বিন’ শুনুন।গান ৪

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা ছাই ই লিন ও গায়ক থাও চে’র গাওয়া একটি মিষ্টি প্রেমের গান ‘আজ তুমি আমাকে বিয়ে করবে’। গানটি ২০০৬ সালে প্রকাশিত হয়। এতে মিলন থেকে বিয়ে পর্যন্ত দুটি মানুষের মিলনের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। গানটি খুব মিষ্টি ও জনপ্রিয় হওয়ায় অনেকের বিয়ের অনুষ্ঠানে তা শোনা যায়। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘আজ তুমি আমাকে বিয়ে করবে’ শুনুন। গান ৫

বন্ধুরা, আপনাদের এমন অভিজ্ঞতা আছে? কাউকে ভালোবাসলে দৃষ্টি অসচেতনভাবে তার দিকে চলে যায়, তার কথা ভেবে মন আনন্দে ভরে ওঠে, তার কথা-কাজ সবই আপনার মনকে প্রভাবিত করে----যেন এক বিশেষ আকর্ষণ শক্তি তাকে কাছে টানে। বন্ধুরা, এবার আমরা শুনবো চীনা গায়ক ওয়াং সু লোর গাওয়া একটি মিষ্টি প্রেমের গান ‘ইউনিভার্সাল মাধ্যাকর্ষণ’, এতে দুজনের আকর্ষণের কথা বলা হয়েছে। চলুন, গানটি শুনি।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা আরো একটি প্রেমের গান ‘ভালোবাসা চর্চা’ শুনবো। গানটি চীনের বিখ্যাত গায়ক লিন চুন চিয়ের খুব জনপ্রিয় গান, আশা করি আপনারা তা পছন্দ করবেন। গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।