সংবাদ পর্যালোচনা: চীনের ডিজিটাল কারেন্সি ও পশ্চিমাদের আতঙ্কের বাস্তবতা
2021-05-15 15:26:59

সম্প্রতি চীনের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি ডটকম ডিজিটাল ইউয়ান দিয়ে তার কিছু কর্মচারীকে বেতন-ভাতা দিয়েছে। যা গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। চীনের ডিজিটাল ইউয়ানের পরীক্ষামূলক ব্যবহারিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এই ই-কমার্স জায়ান্ট। যদিও ডিজিটাল ইউয়ান ব্যবহারের এখনও কোনও দেশব্যাপী দিক-নির্দেশনা নেই, তবে পিপলস ব্যাঙ্ক অফ চায়না দেশের বড় বড় শহরগুলিতে বেশ কয়েক দফা পরীক্ষা চালিয়েছে। চীনের ডিজিটাল কারেন্সি ভীতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শীর্ষ এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, চীনের ডিজিটাল ইউয়ান ডলারকে অধিগ্রহণ করবে না। চীনের ডিজিটাল কারেন্সি নিয়ে মার্কিন আর্থিক মহলের উদ্বেগের প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন তিনি। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

চীনের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি ডটকম বা চিনতোং। সম্প্রতি এই প্রতিষ্ঠান ডিজিটাল ইউয়ান দিয়ে কিছু কর্মচারীকে আর্থিক বেতন-ভাতা দিয়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক-এর দিক নির্দেশনার আলোকেই এ কাজে অংশ নেয় চিনতোং কোম্পানি। পিপলস ব্যাঙ্ক অফ চায়না (পিবিওসি) ২০১৪ সালে ডিজিটাল মুদ্রা/ইলেকট্রনিক পেমেন্ট (ডিসি/ইপি) নিয়ে কাজ শুরু করে। চীনের মুদ্রা ইউয়ানের স্পর্শ-অযোগ্য ডিজিটাল ফরমেটকে বলা হয় ডিজিটাল ইউয়ান বা ই-সিএনওয়াই। এই ডিজিটাল মুদ্রা প্রচলিত মুদ্রা ও নগদ অর্থ প্রতিস্থাপনের একটি মাধ্যম এবং এটি প্রাথমিকভাবে ভোক্তা বাজারের মৌলিক চাহিদা পূরণের কাজে ব্যবহার করা হচ্ছে।

ডিজিটাল ইউয়ান এখনও দেশব্যাপী ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়নি। তবে, পিবিওসি চীনের বড় বড় শহরগুলিতে একাধিক পরীক্ষা চালিয়েছে। এই পাইলট প্রকল্পগুলি লটারির আকারে পরিচালিত হয়েছিল। যেখানে কোনও শহরের বাসিন্দাদের নির্দিষ্ট কিছু খুচরা বিক্রেতাদের ব্যয় করার জন্য ডিজিটাল ইউয়ান হস্তান্তর করা হয়। জেডি ডটকম এই পরীক্ষায় অংশ নেয়।

 

জেডি ডটকম এক ব্লগ পোস্টে জানায় যে, তারা ডিজিটাল মুদ্রার পরীক্ষায় পিউপলস ব্যাংক অফ চায়নার সঙ্গে সহযোগিতা করেছে। সংস্থাটি আরও বলে যে, তারা জানুয়ারিতে তার কিছু কর্মচারীকে বেতন দেওয়ার জন্য বৈদ্যুতিন অর্থ ব্যবহার করেছিল। শুধু তাই নয়, জেডি জানায়- তারা অন্যান্য ব্যবসায়গুলিতেও অর্থ প্রদানের জন্য ডিসি/ইপি ব্যবহার করেছে ও করবে।

২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় চীন বিদেশি ক্রীড়াবিদ এবং দর্শনার্থীদের জন্য ডিজিটাল মুদ্রা ব্যবহারের পথ উন্মুক্ত করবে বলে জানিয়েছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। এটি আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য চীনের ডিজিটাল মুদ্রার প্রথম পরীক্ষা হতে পারে।

 

মূলত পিপলস ব্যাঙ্ক অফ চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রীয় ফেডারেল রিজার্ভ-সহ বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলি ডিজিটাল অর্থ প্রদান, পেমেন্ট সিস্টেমের উন্নতির পথ অনুসন্ধান এবং ক্রিপ্টোকারেন্সির উত্থান নিয়ে নানামুখী কাজ শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচলিত আর্থিক ব্যবস্থার উদীয়মান হুমকি বা ব্যাংক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত আর্থিক ব্যবস্থাপনা প্রতিরোধ ও পেমেন্ট সিস্টেম সহজতর করার লক্ষ্যে ডিজিটাল মুদ্রার উন্নয়ন নিয়ে জোর গবেষণা চালাচ্ছে।

এমন অবস্থায়, মার্কিন পত্রপত্রিকায় চীনের ডিজিটাল ইউয়ানকে ডলারের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি হিসেবেও উল্লেখ করেন কোনো কোনো বিশ্লেষক। চীনকে মোকাবিলায় ডিজিটাল ডলারের কথাও শোনা যায়। তাদের আশঙ্কা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই মুদ্রা ডলারের উপর আধিপত্য অর্জন করতে পারে। এতে বিশ্বের প্রভাবশালী রিজার্ভ মুদ্রা হিসাবে ডলারের মান ক্ষুণ্ণ হবে।

এ বিষয়ে পিপলস ব্যাঙ্ক অফ চায়নার ডেপুটি গভর্নর লি পো বলেন, ডিজিটাল ইউয়ান বা ই-সিএনওয়াই এর লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে মার্কিন ডলারের আধিপত্য প্রতিস্থাপন করা নয়। ই-সিএনওয়াইয়ের উদ্দেশ্য প্রচলিত নগদ অর্থ ও মুদ্রার প্রতিস্থাপন করা এবং চীনে নগদহীন অর্থ ব্যবহারকে উৎসাহিত করা। এটি কোনও ক্রিপ্টোকারেন্সি নয় এবং বিটকয়েনের মতো মুদ্রা-ব্যবস্থা নয়।

 

মার্কিন সিএনবিসিতে সম্প্রতি প্রকাশিত এক খবরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শীর্ষ কর্মকর্তা, রিপাবলিকান পার্টির কমিশনার ইয়েট হেস্টার পিয়েরস্‌ বলেন- চীনের ডিজিটাল ইউয়ান ডলারকে অধিগ্রহণ করবে না। এমনকি ২০২১ সালে নানা ধরনের স্থিতিশীল মুদ্রার উত্থান দেখা যাচ্ছে, যা মূলত ডলার ভিত্তিক। ডিজিটাল ইউয়ানও হতে পারে চীনা মুদ্রার ওপর ভিত্তি করে তৈরি বেসরকারি পর্যায়ের স্থিতিশীল একটি মুদ্রা।

 

মোহাম্মদ তৌহিদ
সিএমজি বাংলা, বেইজিং