‘আমি তোমাকে খুঁজে পাবো’
2021-05-15 19:18:55

图片默认标题_fororder_1

ছেন মিং ১৯৬৮ সালের ১৫ জুলাই চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী।

১৯৩ সালে ছেন মিং-এর প্রথম অ্যালবাম ‘বিশ্বাস করি, আমি তোমাকে মুগ্ধ করবো’ বাজারে আসে। ১৯৯৪ সালে ছেং মিং তরুণ কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠ পুরস্কার পান। এরপর তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘একাকী আমি আরো সুন্দর হই’ প্রকাশিত হয়। এরপর ছেন মিং আরো জনপ্রিয় হয়ে ওঠেন।

 

১৯৯৮ সালে ছেন মিং চীনের মূল ভূভাগের জনপ্রিয় একটি টিভি সিরিজ ‘Cherish Our Love Forever’-এর থিম সং ‘তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করি’ গেয়েছেন। ২০০৩ সালে ছেন মিং-এর গান ‘আমি তোমাকে খুঁজবো’ বাজারে আসে এবং তা দর্শকদের সবচেয়ে প্রিয় দশটি গানের তালিকায় স্থান করে নেয়।

 বন্ধুরা, এখন শুনুন ছেন মিং-এর গান ‘আমার মনে শুধু তুমি’। গানের কথায় বলা হয়: তোমাকে সবচেয়ে আন্তরিক আলিঙ্গন দেই, তোমাকে সমর্থন জানাই। তুমি আমার চিরদিনের প্রেমিকা, তুমি কি জানো না! তোমার দিকে আন্তরিক দৃষ্টিতে তাকাই, তুমি আমার চিরদিনের প্রেমিকা, আর লুকিয়ে রাখা যায় না। মনে শুধু তুমি, মনে শুধু তুমি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং-এর গান ‘তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করি’। গানের কথাগুলো এমন: তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি, হয়তো একবার হলেই চিরদিন হতে পারব। হয়ত আমার অনুভূতি ভুল; হয়ত আমি বেশি চাই, সবাই কি আমার মতো হয়? তোমার চলে যাওয়াকে ভয় পাই। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং-এর গান ‘আনন্দের জন্মস্থান’। গানের কথাগুলো এমন: আমার সঙ্গে চলো, ভোরে রওনা হবো। স্বপ্ন থেকে জেগে উঠেছি, মনে আর কোনো ভয় নেই। একটি জায়গা আছে, তা আনন্দের জন্মস্থান। তা হৃদয়ের কাছাকাছি, কিন্তু যেন আকাশের সীমানায়!

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন মিং-এর কণ্ঠে ‘আমি তোমাকে খুঁজে পাবো’ গানটি। গানের কথায় বলা হয়: কেউ ভালোবাসায় পাগল হয়, তারপর ব্যর্থ হয়। কেউ সবসময় আকাঙ্ক্ষা করে, কিন্তু সবসময় সফলতা আসে না। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিসটি নিশ্চয় প্রেম।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন মিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)