‘দি ফেইথ’
2021-05-15 19:21:14

‘দি ফেইথ’_fororder_2

সাং ওয়েন চিয়ে ১৯৮২ সালের ২২ ডিসেম্বর চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার।

২০০৬ সালে তিনি চীনের হুনান টেলিভিশনের সংগীত প্রতিযোগিতা ‘সুপার গোলে’ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ভান গগের তারা আকাশে’ প্রকাশিত হয়।

 

এখন শুনুন সাং ওয়েন চিয়ে’র গান ‘nobody’। গানের কথা এমন: আমি জানি না কীভাবে করি, কেউ দেখতে পারে। তাহলে আমি কি বলতে পারি, কে আমার কাছে থাকবে। এই বিশ্বের সঙ্গে লড়াই করি। সারা বিশ্ব আমার শত্রু  হলেও আমি আপোষ করবো না। কত সমস্যার সম্মুখীন হতে হয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সাং ওয়েন চিয়ে’র গান ‘দি ফেইথ’। গানের কথায় বলা হয়: সামনে কিছু হালকা আলো আছে, যা এই গভীর রাতকে উজ্জ্বল করে। একটি হৃদয়, যত ব্যথা পায় তত শক্তিশালী হয়। যেখানে গিয়েছিলাম, আবার গেলে বুকে আশার আলো পোষণ করা আছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সাং ওয়েন চিয়ে’র গান ‘রাতের রূপকথা’। গানের কথায় বলা হয়: আমি বুঝি না, আমাদের ভালোবাসা কীভাবে ভেঙে যায়। কেন, আলিঙ্গনও সুখের হয় না। আমাদের মধ্যে আর কথা নেই, চুপচাপ আমাকে হত্যা করা যায়। তুমি আমার স্নেহ বোঝো না, আমাদের ভুল বোঝাবুঝি কখন থেমে যায়। ভিন্ন দুনিয়ায় আছি আমরা, ভালোবাসা যেখানে  পরস্পরকে আহত করে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সাং ওয়েন চিয়ে’র গান ‘যাযাবর পাখি’। গানের কথাগুলো এমন: যদি চার ঋতু ভ্রাম্যমাণ জীবনকে পছন্দ করে, যদি হ্রদের পানিতে নিজেকে দেখা যায়, যদি আকাশে কোনো সঙ্গী পাওয়া যায়, শুধু দূরের অবাধ্য রাজ্যের জন্যে। সাহসী যাযাবর পাখি, দক্ষিণ দিকে যায়। হাজার পাহাড় পার হয়ে অন্ধকারে সঙ্গী পাওয়া যায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সাং ওয়েন চিয়ে’র গান ‘যখন আমার চুল লম্বা হয়’। গানের কথায় বলা হয়: যখন আমার চুল লম্বা হবে, ফিরে এসে আমাকে বিয়ে করবে। তোমার অপেক্ষা করতে করতে হাসতেও পারি না। প্রতিদিন তোমাকে মিস করি, অন্যকে জানাতে চাই না, তোমার জন্য প্রার্থনা করি, তুমি আমার গর্ব।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাং ওয়েন চিয়ে’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)