চীনের বিখ্যাত নারী : নিউক্লিয়ার পদার্থবিদ হো জাহুই
2021-05-14 16:05:47

চীনের বিখ্যাত নারী : নিউক্লিয়ার পদার্থবিদ হো জাহুই

   

চীনের বিখ্যাত নারী : নিউক্লিয়ার পদার্থবিদ হো জাহুই_fororder_妇女3

চীনের বিখ্যাত নারী : নিউক্লিয়ার পদার্থবিদ হো জাহুই_fororder_funv33

হো জাহুই ছিলেন চীনের বিখ্যাত বিজ্ঞানী। তিনি নিউক্লিয়ার পদার্থবিদ্যায় বিশেষ অবদান রাখেন এবং চীন ও জার্মেনিতে নিউক্লিয়ার পদার্থবিদ্যার গবেষণাকে অনেক এগিয়ে নিয়ে যান। তিনি হো চা ওয়েই নামেও পরিচিত।

হো জাহুইয়ের জন্ম ১৯১৪ সালে চীনের সুচোওতে। মিডল স্কুলে পড়ার সময় তিনি বিভিন্ন দিকে প্রতিভার পরিচয় দেন এবং ভলিবল খেলোয়াড় হিসেবেও নাম করেন। তার পরিবারে বিখ্যাত তিনজন নারী বিজ্ঞানী ছিলেন। তার বড় ও ছোটবোনও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় উচ্চ প্রতিভার পরিচয় রেখেছেন।

১৯৩৬ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে গ্র্যাজুয়েশন করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য টেকনিকাল ইউনিভারসিটি অব বার্লিনে ভর্তি হন। সেখানে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীদের অন্যতম। এখানে ভবিষ্যত জীবনসঙ্গী ছিয়ান সানছিয়াংয়ের সঙ্গে তার দেখা হয়।

 নেচার পত্রিকাসহ বিভিন্ন খ্যাতিমান জার্নালে তার বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয় এবং নিউক্লিয়ার ফিজিক্সে গবেষণায় তিনি আত্মনিয়োগ করেন। তিনি জার্মানির বিভিন্ন খ্যতিমান প্রতিষ্ঠানে গবেষক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যারিসের মেরি কুরি ইন্সটিটিউটে কাজ করেন। ১৯৪৮ সালে চীনে ফিরে ন্যাশনাল পিকিং রিসার্চ একাডেমিতে নিউক্লিয়ার রিসার্চ ইন্সটিটিউটে যোগ দেন। ১৯৫৬ সালে তিনি চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সসেস পুরস্কার জয় করেন। নিউক্লিয়ার ফিজিক্সের বিভিন্ন শাখায় তিনি উচ্চতর অবদান রেখেছেন এবং বিজ্ঞানের প্রয়োগিক ক্ষেত্রে বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। তিনি নিউট্রন ফিজিক্স রিসার্চ অফিসের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

সারা জীবনে দেশীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা পেয়েছেন। তিনি চীনের বিজ্ঞানীদের আইকন।

২০১১ সালে ৯৭ বছর বয়সে বেইজিংয়ে এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন।

(রওজায়ে জাবিদা ঐশী)