ডঃ মোঃ একরাম হোসেনের সাক্ষাত্কার
2021-05-14 14:54:27

ডঃ মোঃ একরাম হোসেনের সাক্ষাত্কার_fororder_11111111111111111111.PNG

আজকের ‘ঊর্মির বৈঠকখানা-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডঃ মোঃ একরাম হোসেন। তিনি ২০১০ সালে চীন সরকারের পূর্ণ বৃত্তি (CSC) নিয়ে স্নাতকোত্তর  (postgraduate) পড়াশোনার জন্য চীনে আগমন করেন। মাস্টার্স এবং পিএইচডি শেষ করে তিনি ২০১৭ সাল থেকে চীনের নানজিং (Nanjing) শহরের হোহাই বিশ্ববিদ্যালয়ের (Hohai University) স্কুল অফ বিজনেস (School of Business) এ পোস্টডক্টোরাল রিসার্স ফেলো এবং রিসার্স  ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। তিনি সেখানে গবেষণা ছাড়াও পোস্টগ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ক্লাস নিয়ে থাকেন।

ডঃ একরাম গবেষণা করছেন International Trade, Investment, Belt and Road Initiative (BRI) এবং Sustainable Development সম্পর্কিত বিষয়ে। এখন পর্যন্ত তিনি চীনের জাতীয় ও প্রাদেশিক স্তরের ৮টি গবেষণা প্রকল্পের  সাথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যে প্রকল্পগুলো চীনের  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ন্যাশনাল নেচারাল  সায়েন্স ফাউন্ডেশন  ,  ন্যাশনাল ফিলোসফি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশন কর্তৃক অর্থায়িত।  তার ২০টির ও বেশি গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।  

তিনি চীনসহ বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও সংস্থায় একাডেমিক কনফারেন্সসহ পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে  অংশগ্রহণ করেছেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে তাকে ইউনাইটেড নেশনস টেকসই ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (UNSDSN) এসডিজি (UNSDGs) (টেকসই উন্নয়ন লক্ষ্য) এর তরুণ গবেষক হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল। যেখানে টেকসই উন্নয়নের জন্য সারা বিশ্ব থেকে আগত নীতি নির্ধারকগণ ও গবেষকবৃন্দ এবং ইউএন এসডিজি এজেন্ডার অংশীদার বিশ্বনেতৃবৃন্দ, 2030 এসডিজি বাস্তবায়নের প্রাক্কালে তাদের গবেষণা এবং কর্মপন্থা উপস্থাপন করেন।

একাডেমিক এবং পেশাগত জীবনে ডঃ একরাম একাডেমিক সাফল্য, সামাজিক, স্বেচ্ছাসেবক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি, পুরষ্কার এবং স্বীকৃতি পেয়েছেন। নতুন নতুন জ্ঞান আহরন ও তরুণ ছাত্র ছাত্রীদের সাথে বিনিময়ে তার অপার আগ্রহ।  

 

গত এক দশকের ও বেশি সময় ধরে চীনে শিক্ষা, গবেষণা ও পেশাগত কাজের মাধ্যমে চীনের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও উন্নয়নের চাক্ষুষ ডঃ একরাম এক আত্মিক বন্ধনে আবদ্ধ রয়েছেন চীনের সাথে। চলুন কথা বলি তাঁর সঙ্গে।