চীনে বিদেশি পুঁজি বিনিয়োগের গতি বাড়ছে: সিআরআই সম্পাদকীয়
2021-05-14 19:49:36

মে ১৪: চীনে বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়েই চলছে। এবার এটি একটি নতুন রেকর্ড গড়েছে। আরআই নভোস্তি সংবাদ সংস্থায় সম্প্রতি প্রকাশিত  এক প্রবন্ধে এসব কথা বলা হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত তথ্য মতে, চলতি বছরের প্রথম চার মাসে চীনে নতুন প্রতিষ্ঠিত বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান ছিল ১৪,৫৩৩টি, তা গত বছরের একই সময়ের চেয়ে ৫০.২ শতাংশ বেশি, এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বেশি। অর্থের পরিমাণে বিদেশি পুঁজি বিনিয়োগ হয় ৩৯,৭০৭ কোটি ইউয়ান, তা গত বছরের চেয়ে ৩৮.৬ শতাংশ বেশি, এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৩০.১ শতাংশ বেশি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা প্রকাশিত উপাত্তে দেখা যায়, চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম পুঁজি বিনিয়োগের গন্তব্যস্থলে পরিণত হয়েছে। এতে চীনা বাজারের প্রতি আন্তর্জাতিক আকর্ষণের মাত্রা প্রতিফলিত হয়। 

বিদেশি পুঁজি কেন চীনে প্রবেশ করেছে? এর উত্তরে বলা যায়, চীনে শিল্প চেইনের সুবিধা, প্রযুক্তিগত উদ্ভাবনী সক্ষমতা, সহজ লজিস্টিক ব্যবস্থা, এবং বিপুল মানব সম্পদ রয়েছে। এসব শুধু বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনার ব্যয় কমাচ্ছে-- তা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নেও চালিকাশক্তি যোগায়। 

পাশাপাশি, ১৪০ কোটির বেশি জনসংখ্যার ভোক্তা বাজারও ইতোমধ্যে চীনের অর্থনীতির  সবচেয়ে গুরুত্বপূর্ন চালিকা শক্তিতে পরিণত হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সরকার অব্যাহতভাবে উন্মুক্ত প্ল্যাটফর্ম নির্মাণসহ নানা ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু বানিজ্যিক পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। চীনের উচ্চ মানের উন্মুক্তকরণের নীতি পরিবর্তন হবে না। 
সিআরআইয়ের এক সম্পাদকীতে এসব বলা হয়।  (আকাশ/এনাম/রুবি)