জাং ইউ
2021-05-14 14:08:50

জাং ইউ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ফেং চিয়া বিশ্ববিদ্যালয় (এফসিইউ) থেকে স্নাতক হন। পিয়ানো ও গিটারে তিনি খুবই দক্ষ। তিনি চীনের তাইওয়ানের জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী, উপস্থাপক, অভিনেতা এবং সঙ্গীত প্রযোজক।

 

লেখাপড়ার সময় তিনি একটি লোক সঙ্গীত রেস্তোঁরায় গান গেয়েছিলেন। ১৯৯২ সালে প্রযোজক ছাই জোংজেং তাঁকে আবিষ্কার করে তাঁকে আনুষ্ঠানিকভাবে শোবিজে নিয়ে আসেন। ১৯৯৩ সালের ১ এপ্রিলে তিনি প্রথম একক অল্যালবাম প্রকাশ করেন। একই বছরের নভেম্বরে তাঁর প্রকাশিত অন্য একটি অল্যালবাম ‘অনেক যত্ন ও চিন্তাভাবনা ব্যয়’ প্রকাশ করেন। অ্যালবামটি বেশ কয়েকটি পুরষ্কার জিতে। অ্যালবামের একই নামের গানও তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলোর অন্যতম। আচ্ছা, প্রিয় বন্ধুরা, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

জাং ইউ_fororder_u=833882433,708662189&fm=26&fmt=auto&gp=0

১৯৯৫ সালে জাং ইয়ু প্রকাশিত গান ‘দীর্ঘ কাহিনী’ তাইওয়ানের একটি তালিকার সারা বছর প্রথম স্থান ধরে রাখে। ১৯৯৮ সালে তিনি ‘চাঁদ ও সূর্য’ অ্যালবাম প্রকাশ করেন। সেই অ্যালবাম তাইওয়ানে ৮ লাখ বিক্রি হয়। অ্যালবামের প্রধান গান ‘চাঁদের ঝামেলা’টি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

 

১৯৯৯ সালে জাং ইয়ু ‘বৃষ্টি হচ্ছে’ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের মাধ্যমে তাঁর সুনাম আরো সম্প্রসারিত হয়। এটা হচ্ছে জাং ইয়ু ও তাঁর স্ত্রীর একসাথে সৃষ্টি করা গান। ২০০০ সালে গানটি ষষ্ঠ চ্যানেল ভি চীনা ভাষা তালিকা ৯৯ গান পুরষ্কার জিতে। বন্ধুরা, বেশি কথা না বলে, এখনই আমি আপনাদের ‘বৃষ্টি হচ্ছে’ গানটি শোনাতে চাচ্ছি। আশা করি, আপনাদের গানটি ভাল লাগবে। শুনুন তাহলে গানটি। 

জাং ইউ_fororder_src=http___www.gucheng.com_hot_UploadFiles_8844_201612_2016122617535520&refer=http___www.gucheng

‘ছোট সূর্য’ গানটি জাং ইয়ু ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত ‘চাঁদ, সূর্য’ অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। অ্যালবামের প্রোডিউসিং গ্রুপ সেলিন ডিওন ও মারিয়া কেরির মতো বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পীর জন্য গান তৈরী করে। এবার তাঁরা জাং ইয়ু’র অ্যালবামের জন্য একটি চীনা ভাষার অ্যালবাম তৈরি করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা একসাথে গানটি উপভোগ করি, কেমন? শুনুন তাহলে গানটি। 

 

‘বন্দী’ গানটি জাং ইয়ু হংকংয়ের গায়িকা পেং লিংয়ের জন্য সৃষ্ট একটি গান। গানটি পেং লিং ১৯৯৬ সালের মে মাসে প্রকাশিত একই নামের অ্যালবাম ‘বন্দী’তে অন্তর্ভূক্ত হয়। একই বছর গানটি মালয়েশিয়ার চীনা ভাষার গানের সেরা পুরষ্কার জিতে। অবশ্যই জাং ইয়ু নিজেও গানটি গেয়েছেন। তাহলে বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি জাং ইয়ু’র কণ্ঠে ‘বন্দী’ গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি।

জাং ইউ_fororder_src=http___img.pconline.com.cn_images_upload_upc_tx_itbbs_1205_20_c6_11688848_1337526907078_9_1024x1024it.JPG&refer=http___img.pconline.com

‘দীর্ঘ কাহিনী’ গানটি জাং ইয়ু গাওয়া একটি গান। গানের লিরিক্স তাঁর স্ত্রীর লেখা। জাং ইয়ু গানের সঙ্গীত তৈরী করেন। গানটি জাং ইয়ু ১৯৯৫ সালের জুন মাসে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি একটি টিভি নাটকের থিম সং। একই বছর গানটি ১৯৯৫ বার্ষিক জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশন সেরা জনপ্রিয় চীনা ভাষার গানের ব্রঞ্জপদক জিতে। বন্ধুরা, তাহলে গানটির মধ্য দিয়ে আমরা এক সাথে শুনি জাং ইয়ু’র দীর্ঘ কাহিনীটা কি রকম হয়, কেমন? শুনুন তাহলে গানটি। 

জাং ইউ_fororder_src=http___p4.ssl.cdn.btime.com_t01631dad26c6a1d6d6_size=650x433&refer=http___p4.ssl.cdn.btime

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের জাং ইয়ু’র আরেকটি গান শোনাতে চাচ্ছি। তিনি একটি চিকিত্সা বিষয়ক টিভি নাটকের জন্য গানটি গেয়েছেন। গানের নাম “আশয়”। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)