প্রতিবেদন: মরুভূমিকে সবুজ করছেন যারা
2021-05-14 16:02:11

চীনের সিনচিয়াংয়ের একটি অংশে রয়েছে বিশাল মরুভূমি। এই মরুভূমিকে সবুজ করে তোলার জন্য কাজ করছেন অনেক মানুষ।  এদেরই একজন ফাতিগুল ইয়াসিন। চলুন শোনা যাক এমন একটি ব্যতিক্রমী কাজের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন।

প্রতিবেদন: মরুভূমিকে সবুজ করছেন যারা_fororder_nvxing2

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চলের মুসলিম নারী ফাতিগুল ইয়াসিন। উইগুর জাতির নারী ফাতিগুল ১৬ বছর ধরে মরুভূমিকে সবুজ করার কাজ করে চলেছেন।

৩৯ বছর বয়সী ফাতিগুল বলেন,  ‘আমি ২০০৫ সাল থেকে এখানে কাজ করছি।প্রথমে ভাবিনি এত বছর কাজ করবো। ’

ফাতিগুল বাস করেন সিয়ানচিয়াংয়ের ছিয়েমো কাউন্টিতে। এটি থাকলিমাখান মরুভূমির দক্ষিণ বলয়ে অবস্থিত। চীনের বৃহত্তম মরুভূমি থাকলিমাখান। এখানে বালুঝড় একটি সাধারণ ঘটনা যাতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়।  ১৯৯৮ সালে ছিয়েমো কাউন্টিতে বালুঝড় নিয়ন্ত্রণ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়। এখানে স্থাপন করা হয় মরুকরণ নিয়ন্ত্রণ স্টেশন। ২০০৫ সালে এই স্টেশনে কাজ শুরু করেন ফাতিগুল।

তিনি বলেন, ‘আমি মরুভূমির কঠোর পরিস্থিতি দেখে ভেবেছিলাম কাজ ছেড়ে চলে যাবো। কিন্তু প্রতিটি চারাগাছ আমার কাছে সন্তানের মতো। এদের ছেড়ে চলে যাওয়া যায় না।’

প্রথমদিকে কাজ ছিল খুব কঠিন। প্রতিদিন মরুভূমিতে অন্তত এক কিলোমিটার হাঁটতে হতো। উন্নত যন্ত্রপাতিও ছিল না।

২০১৭ সালে এখানে হেলিকপ্টার পাঠানো হয়।

‘আমি প্রথম সুযোগ পাই আকাশ থেকে অরণ্য ও মরুভূমিকে দেখার। মরুদ্যান দেখে আমি অবাক হয়ে যাই। দেখতে পাই মরুভূমি ধীরে ধীরে কতটা সবুজ হয়ে উঠছে। আমি বুঝতে পারি আমি অনেক ভালো একটি কাজ করেছি ‘  বলেন ফাতিগুল।

গত ২০ বছর ধরে ছিয়েমো জেলায় ৮ হাজার ৩ শ ৩৩ হেক্টর জমিতে গাছ লাগানো হয়েছে। এরফলে বালুঝড় নিয়ন্ত্রণ হয়েছে। ফাতিগুলের মতো মানুষরাই মরুভূমিকে সবুজ করে তুলছেন, রক্ষা করছেন পরিবেশকে।

(শান্তা মারিয়া)