রোববারের আলাপন-বেইজিং অলিম্পিক একটি বৈশ্বিক মডেল হতে চলছে
2021-05-14 21:33:54

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

আকাশ: বন্ধুরা, সম্প্রতি চীনে নিযুক্ত শাংহাই সহযোগিতা সংস্থার কূটনীতিকরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্থাপনাসমূহ সফর করেছেন। আমরা আজকে তাঁদের সাথে একযোগে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সেসব স্থান একটু ঘুরে দেখব, কেমন?
            
এনাম: সম্প্রতি বেইজিংয়ের ইয়ান ছিং খেলাধুলা ব্যুরোর স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিং প্রশিক্ষণ বেসে ১০ বছর বয়সী খেলোয়াড় আন না চিয়া ই চীনে নিযুক্ত শাংহাই সহযোগিতা সংস্থার কূটনীতিকদের সাথে খেলাধুলা ও শীতকালীন অলিম্পিক গেমসের সাথে জড়িত তার নিজের গল্প শেয়ার করেছেন। এসময় তরুণ খেলোয়াড়রা স্ক্যাটিং প্রযুক্তি ও প্রশিক্ষণ কূটনীতিকদের প্রদর্শন করেন। তারপর কূটনীতিকরা জগিংসহ ধারাবাহিক সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব ভ্লাদিমির নোরভ বেইজিং  শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্যের সাথে আয়োজনের ব্যাপারে আস্থা প্রকাশ করেন। 

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস অবশ্যই সফল হবে । কারণ, আমরা সবাই দেখেছি, চীন প্রথমে মহামারীকে নিয়ন্ত্রণে এনেছে, তার অর্থনীতিও পুনরুদ্ধার হয়েছে। চীন বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধার ও উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্যের সাথে আয়োজনের জন্য এসব প্রয়োজনীয় ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।”  

তারা দেখেছেন যে, শীতকালীন অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট স্থাপনায় অনেক অগ্রসর প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অনেক প্রযুক্তি খাতে চীন বিশ্বের সম্মুখ সারিতে রয়েছে। এজন্য সবদিক থেকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস একটি উচ্চমানের মডেলে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন।