চীনের অন্যতম বাসযোগ্য শহরগুলির মধ্যে সেরা শহর হিসেবে পরিচিত। এ শহরে ভ্রমণ করলে পুরানো ঐতিহ্যের বিভিন্ন অংশ সম্পর্কে জানা যায়। তাই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে এটি খুব জনপ্রিয়।
দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে সিয়ামেন শহরটি অবস্থিত। এটি একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো দেশের শীর্ষ ১০টি বাসযোগ্য শহরের মধ্যে সিয়ামেন একটি। চীনের পশ্চিম চিন রাজবংশ থেকে সিয়ামেনের যাত্রা শুরু হয়। সেই সময় সিয়ামেন তঙ্গান কাউন্টির একটি অংশ ছিল। পরবর্তীতে শহরটির বিস্তৃতি বেড়ে নানাভাবে রূপান্তরিত হয়েছে।
আধুনিক সময়ে চীনের পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটিতে পরিণত হয়েছে এটি। আর তাছাড়া শহরটিতে বাণিজ্যিক কার্যক্রমের অনুকূল পরিবেশ থাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিয়ামেনের স্থানীয় সংস্কৃতির কথা বললে মাচুকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চীনা সমুদ্র দেবী মাচুর পূজা দক্ষিণ-পূর্ব উপকূল জুড়ে প্রচলিত একটি লোকরীতি। মাচু বিশ্বাস ও রীতি নীতি গুলি ইউনেস্কোর প্রতিনিধিত্বমূলক তালিকায় মানবতার অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যে লিপিবদ্ধ রয়েছে। বেইজিং, সাংহাই এবং কুয়াংচু’র মতো চীনের প্রধান শহরগুলো থেকে সিয়ামেনে ফ্লাইট চালু রয়েছে। উচ্চ-গতির রেলপথ ও রয়েছে যা ভ্রমণকারীদের জন্য খুব সুবিধাজনক।
সিয়ামেনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসাবে কুলানকুই দ্বীপ। এটি সিউলং নদীর মোহনায় অবস্থিত। শহরতলি থেকে মাত্র ছয় মিনিটের ফেরির দূরত্ব। এই দ্বীপটি বৈচিত্রময় স্থাপত্য এবং বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। ২০১৭ সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কুলানকুইকে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে।