লিউচোং কোয়ার
2021-05-13 11:21:08

图片默认标题_fororder_src=http___n.sinaimg.cn_sinakd20200720ac_390_w1279h711_20200720_88ee-iwpcxks7354294&refer=http___n.sinaimg

 

বর্তমান যুগ পপ সংগীতের যুগ। কোরাস গান পপ সংগীতের মতো জনপ্রিয় নয়। ঐতিহ্যবাহী কোরাস সাধারণত আনুষ্ঠানিক বা গম্ভীর ক্লাসিক গান; তবে আজ যে দলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তারা বিশেষ ও প্রাণবন্ত পদ্ধতিতে সংগীত পরিবেশন করেন।  তারা হলেন চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরের ষষ্ঠ মাধ্যমিক স্কুলের কোরাস দল। চীনা ভাষায় সংক্ষেপে বলা হয় ‘লিউচোং হ্যছাংথুয়ান’। কোরাসের সদস্যরা সবাই এই স্কুলের শিক্ষার্থী। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন লিউচোং কোয়ারের একটি সুন্দর গান ‘রংধনু’।গান ১

১৯৫৩ সালে সিয়ামেন ষষ্ঠ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে ফুচিয়ান প্রদেশে প্রথম শ্রেণীর স্কুল তৈরি হয়। বর্তমানে স্কুলে প্রায় ৫০০০ শিক্ষার্থী রয়েছে। পড়াশোনার পাশাপাশি স্কুলের একটি বৈশিষ্ট্য হল- বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা ও শখকে গুরুত্ব দেওয়া হয়। এ ধারণার ভিত্তিতে লিউচোং কোয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে লিউচোং কোয়ার চিয়াংমেন শহরের সংগীত প্রতিযোগিতায় অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয়। ২০১৭ সালে লিউচোং কোয়ার চীনের জনপ্রিয় গায়ক চৌ চিয়ে লুনের গান ‘ছিং হুয়া ছি’ নতুন করে গায়। তাদের এই গান দেশব্যাপী দ্রুত জনপ্রিয়তা পায়। বন্ধুরা, এখন লিউচোং কোয়ারের সুন্দর গান ‘ছিং হুয়া ছি’ শুনুন।গান ২

图片默认标题_fororder_31353781687

লিউচোং কোয়ারের গানগুলো ক্লাসিক স্কুল কোয়ারের গানের চেয়ে একেবারে ভিন্ন। তারা a cappellaর মাধ্যমে গান গায়, অর্থাত তাদের গানে কোনো বাদ্যযন্ত্র নেই, তাদের কণ্ঠধ্বনিই হল বাদ্যযন্ত্র। এতে গানের সুর অনেক বৈচিত্র্যময় হয়। শিল্পীরা সবাই তরুণ তরুণী হওয়ায় তাদের গান খুব প্রাণবন্ত শোনায়। গান গাওয়া পাশাপাশি তারা গান পরিবেশনার পদ্ধতিতেও নব্যতাপ্রবর্তন করেছে। সাধারণ কোয়ার দাঁড়িয়ে গান গাওয়ার মত নয়; লিউচোং কোয়ার গান প্রদর্শনের সময়ে হাততালি দেয়, টেবিলে আঘাত করে। এতে নানা শব্দ হয় এবং এসব শব্দ তাদের গানের একটি অংশে পরিণত হয়েছে। এতে তাদের গান শোনার পাশাপাশি তাদের পারফর্ম্যান্সও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।বন্ধুরা, এখন শুনুন লিউচোং কোয়ারের গাওয়া একটি সুন্দর গান ‘গ্রীষ্মকালের ফুলের মত’।গান ৩

জনপ্রিয়তা পাওয়ার পর লিউচোং কোয়ার স্কুলে গান গাওয়ার পাশাপাশি প্রতি বছর একটি দাতব্য কনসার্টের আয়োজন করে, যারা তাদের সংগীত পছন্দ করে, তাদেরকে সংগীত উপভোগের সুযোগ করে দেয় এবং যুবকদের সংগীতকে শখ হিসেবে গ্রহণে উত্সাহিত করে। ২০১৮ সালে লিউচোং কোয়ার তাদের রচিত প্রথম গান ‘জেলের গান’ প্রকাশ করে। সিয়ামেন শহর চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত, তাই অনেক মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের এই গানে তারা স্থানীয় ভাষার মাধ্যমে জেলেদের জীবনের কথা বলেছেন এবং স্থানীয় মাছ ধরার সংস্কৃতি এতে প্রতিফলিত হয়েছে। বন্ধুরা, এখন লিউচোং কোয়ারের সুন্দর গান ‘জেলের গান’ শুনবো।গান ৪

图片默认标题_fororder_src=http___xiujiaren.bcd0.com_c44jrab2sqh&refer=http___xiujiaren.bcd0

এবারের গানের নাম ‘রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা’। গানটি মূলত চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘Escape Plan’-এর। গানটি খুব উত্সাহমূলক একটি গান। এতে বলা হয়, রাত অন্ধকার হলেও আকাশে সবসময়ে তারা থাকে ও পথ দেখায়। তাই কখনওই আশা ছেড়ে দেওয়া উচিত না। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো লিউচোং কোয়ারের এই সুন্দর গান ‘রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা’।গান ৫

লিউচোং কোয়ার নতুন করে গাওয়া পপ গানের পাশাপাশি, কিছু ক্লাসিক গানও গেয়েছে। যেমন, তাদের গান ‘Ola Gjeilo’। গানটি হল নরওয়ের বিখ্যাত সুরকার Ola Gjeilo রচিত ক্লাসিক কোয়ার গান। তার রচিত গানগুলোতে ক্লাসিক সংগীতের বৈশিষ্ট্য ও আকর্ষণ সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, এখন লিউচোং কোয়ারের গাওয়া গান  ‘Ola Gjeilo’ শুনুন।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা লিউচোং কোয়ারের আরেকটি সুন্দর গান ‘প্রিয় যাত্রী’ শুনবো। আশা করি, তাদের গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।