প্রত্যেক জাতির কোনো-না-কোনো ধর্মীয় উত্সব বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। মুসলমানদের জীবনে এই ধরনের ধর্মীয় উত্সবের মধ্যে ঈদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার অধিকারী।
মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদ। ঈদ শব্দের অর্থ উত্সব বা আনন্দ। এক মাস রোজা রাখার পর ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। আগামীকাল চীনের মুসলমানরা ঈদ উত্সব উদযাপন করবেন। চীনের বিভিন্ন জায়গার মুসলমানরা নতুন পোশাক পরে মসজিদে ঈদের নামাজ পড়বেন, সুস্বাদু খাবার উপভোগ করবেন, ডেজার্ট ও মিছরি বা নানা উপহার নিয়ে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করবেন এবং পারিবারিক সমাবেশ আয়োজনসহ বিভিন্নভাবে ঈদ উত্সব উদযাপন করবেন। চীনের বিভিন্ন জায়গা মুসলমানদের ঈদ উদযাপনে নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়।