বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘চিয়ান নানের স্মৃতিচারণ’। এর চীনা ভাষা হল ‘忆江南’। বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল প্রাচীনকালে চীনের বিখ্যাত কবি পাই চু ই রচিত একটি কবিতা, তাকে ‘কবিতার রাজা’ বলা হতো। পাই চু ই’র কবিতার বিষয়বস্তু ছিল বৈচিত্র্যময়। কৃষি, রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে তার কবিতা দেশ ও সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছে। আর তার কবিতার ভাষা বেশ সহজ ও জীবন-ঘনিষ্ঠ। এজন্য তার কবিতা সাধারণ মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তিনি কয়েকজন কবিকে নিয়ে কবিতা সংস্কার আন্দোলন চালু করেন, যা পরবর্তীতে চীনা কবিতার উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।
আজকের পাঠ হল পাই চু ই’র চীনের চিয়ান নান অঞ্চলে ভ্রমণের পর লিখিত একটি কবিতা। চিয়ান নান অঞ্চল হল চীনের ইয়াংজি নদীর নিম্ন অববাহিকার দক্ষিণাঞ্চল। বর্তমান চিয়ান নান অঞ্চলটি মূলত চিয়াংসু, চ্যচিয়াং, আনহুই প্রদেশ ও শাংহাই শহর। এই অঞ্চলে সমভূমি, টিলা, ও অনেক হ্রদ ও নদী আছে। এজন্য প্রাচীনকাল থেকে চিয়াং নান অঞ্চলের কৃষি ও অর্থনীতি বেশ সমৃদ্ধ ছিল, এখানে পরিবহন সুবিধাজনক এবং দৃশ্যাবলী অনেক সুন্দর; বিশেষ করে বসন্তকালের দৃশ্য। প্রাচীনকালে চীনের কবি ও সাহিত্যিকদের বসন্তকালে চিয়ান নান অঞ্চল ভ্রমণ করা এবং কবিতা ও প্রবন্ধ লেখার অভ্যাস ছিল। ঘরে ফিরে পাই চু ই সেখানকার সুন্দর দৃশ্য, বৈশিষ্ট্যময় স্থাপত্য, সুস্বাদু খাবারের কথা মনে করে এই কবিতাটি লিখেন।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
回忆 huí yì স্মরণ করা/মনে করা/স্মৃতিচারণ করা 回忆童年huí yìtóng nián কৈশোর স্মরণ করা 回忆江南的美景 huí yìjiāng nán de měi jǐng চিয়াং নানের সুন্দর দৃশ্য স্মরণ করা 我时常回忆那次旅行 wǒ shí cháng huí yìnà cì lǚ xíng আমি প্রায়শই সেই ভ্রমণের কথা স্মরণ করি।
熟悉 shú xī পরিচিত 熟人 shú rén পরিচিত মানুষ 他们很快相互熟悉了tā mén hěn kuài xiāng hù shú xī le তারা দ্রুত একে অপরের পরিচিত হয়েছে 不熟悉 bù shú xīঅপরিচিত这条路我不熟悉 zhè tiáo lù wǒ bù shú xīএই রাস্তা আমার অপরিচিত
比 চেয়ে bǐ我比他高 wǒ bǐ tā gāo আমি তার চেয়ে উঁচু 春天这里的游客比花还多 chūn tiān zhè lǐ de yóu kè bǐ huā hái duō বসন্তকালে এখানে দর্শকের সংখ্যা ফুলের চেয়ে বেশি হয়।
超过 ছাড়িয়ে যাওয়া/...র বাইরে chāo guò 游客的数量超过了十万yóu kè de shù liàng chāo guò le shí wàn দর্শকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে 他超过了我 tā chāo guò le wǒ সে আমাকে ছাড়িয়ে গেলো। 这里的美景超过了我的想象zhè lǐ de měi jǐng chāo guò le wǒ de xiāng xiàng এখানকার সুন্দর দৃশ্য আমার কল্পনার বাইরে