আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় উচ্চ মানের চীনা পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে
2021-05-10 15:08:38

আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় উচ্চ মানের চীনা পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে_fororder_微信图片_20210510150803

মে ১০: সম্প্রতি বিশ্বের প্রথম ভোগ্যপণ্য মেলা আয়োজন করে চীন। চীনের আন্তর্জাতিক ভোগপণ্য মেলা অনেক বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে। মেলায় চীনের বিখ্যাত, বৈশিষ্ট্যময়, বিশিষ্ট ও নতুন পণ্য প্রদর্শিত হয়েছে। অনেক অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠান চীনা ব্রান্ডের প্রশংসা করেছেন।  আজকের ‘সংবাদ পর্যালোচনা’য় এ বিষয় নিয়ে আলোচনা করব।

‘আমরা এবারের মেলার মাধ্যমে নিংস্যিয়ার ওল্ফবেরিকে বিশ্বের সামনে তুলে ধরেছি; অনেক দেশি-বিদেশি ভোক্তাকে আকর্ষণ করতে পেরেছি।’ নিংস্যিয়া ওল্ফবেরি শিল্প কোম্পানির বাজার বিভাগের প্রচার ব্যবস্থাপক নি লি এ কথা বলেন।

কুয়াংতং প্রদেশের একটি প্রাচীন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাঁরা এবারের মেলার মাধ্যমে বিশ্বের সামনে নিজেদের পণ্য ও ধারণা প্রচার করতে পারবেন। তিনি বলেন, ‘আমরা হাইনানের মধ্য দিয়ে বিশ্বের সামনে চীনের ঐতিহ্যগত খাবার তুলে ধরতে চাই।’

শানতং থাইশান ক্রীড়া শিল্প গোষ্ঠীর রুইবাও যৌগিক উপাদান কোম্পানির সাধারণ ব্যবস্থাপক ওয়াং ছিং ছুন গর্বিতভাবে নিজের কোম্পানির উত্পাদিত পণ্যের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘একাধিক মহাদেশ গাড়ি তৈরিতে আমাদের উপাদান ব্যবহার করে। তারা আমাদের পণ্য আমদানি করে।’

‘মেড ইন চায়না’ চীনের গর্বে পরিণত হয়েছে। চীনা ব্রান্ডের প্রচার-প্রচারণা চলছে। ভোগ্যপণ্য মেলার মাধ্যমে চীনা পণ্য আরও জনপ্রিয় হতে পারে। এটি হলো চীনা প্রতিষ্ঠানগুলোর অভিন্ন আশা।

আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় উচ্চ মানের চীনা পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে_fororder_43a7d933c895d1431ae25a3b5ce1f80a5aaf072f

বিশ্ববিখ্যাত অ্যাকাউন্টিং ফার্ম ইওয়াই’র পরামর্শক পরিষেবা অংশীদার ক্রিস মুলিকেন মনে করেন, চীনা ব্রান্ড অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এ যুগের তরুণ-তরুণীদের মধ্যে তা অনেক জনপ্রিয়। এর কয়েকটি কারণ আছে। চীনের নিজস্ব নকশা ও মান চীনা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারে। এ ছাড়াও, চীনা ব্রান্ড আরও ভালভাবে অনলাইন ও সামাজিক মাধ্যমে ব্যবসায় করতে পারে। সেজন্য চীনের নিজস্ব ব্রান্ড অন্য দেশের চেয়ে আরও ব্যাপক ও দ্রুতভাবে বাজারের চাহিদা পূরণ করতে পারে।

এদিকে চীনা প্রতিষ্ঠানগুলো বাজার অবস্থান সমন্বয় করার চেষ্টা করছে। ইনারমঙ্গোলিয়ার হাইরিহান জৈবিক প্রযুক্তি কোম্পানির চেয়ারম্যান ওয়াং আই জুয়ান বলেন, ‘আমরা ভবিষ্যতে কাঁচামালের রপ্তানি কমানোর চেষ্টা করবো। কিন্তু তৈরি পণ্যের রপ্তানি বাড়াবো। এর মাধ্যমে আরো বেশি মুনাফা লাভ করা সম্ভব হবে।’

ক্রিস মুলিকেন মনে করেন, চীনা বাজারে যে চীনা প্য আন্তর্জাতিক ব্রান্ডের মর্যাদা পায়, এর মূল কারণ চীনা ভোক্তাদের  চাহিদার কথা বিবেচনা করে পণ্য তৈরি করা হয়। অন্যান্য বিদেশি ব্রান্ডের এ অভিজ্ঞতা থেকে শেখার আছে।

গত এপ্রিলে অন্য একটি বিশ্ববিখ্যাত অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজি শীর্ষ ৫০টি নতুন চীনা ব্রান্ডের নামের তালিকা প্রকাশ করে। এবারের ভোগ্যপণ্য মেলায় নাম-তালিকাটি প্রকাশিত হয়েছে। কেপিএমজি’র চীনের হাইনান অংশের কর্মকর্তা চাং লান লান এবারের মেলার মাধ্যমে নতুন চীনা ব্রান্ডের প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও অনেক বিখ্যাত চীনা প্রতিষ্ঠান এবারের ভোগ্যপণ্য মেলা ও হাইনান অবাধ বন্দরের সুবিধা আবিষ্কার করেছে। শাংহাই ওয়াইথান তিন নম্বর খাদ্য ও সংস্কৃতি কোম্পানির সাধারণ ব্যবস্থাপক চু শু স্যিয়ান বলেন, ‘এবারের মেলার মাধ্যমে গোটা বিশ্ব আমাদের ব্রান্ড দেখতে পারছে। আমার মনে হয়, হাইনান হলো আমাদের আন্তর্জাতিক বাজার উন্নয়নের একটি প্ল্যাটফর্ম।’ (ছাই/আলিম/স্বর্ণা)