মে ৮: সম্প্রতি সিনচিয়াং বিষয়ে মিথ্যাচার ও সত্যতার লড়াই আবার বিশ্ববাসীর সামনে ঘটেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ সম্প্রতি তথাকথিত সিনচিয়াং বিষয়ক এক শুনানির আয়োজন করে। এতে কথিত স্বাক্ষী হিসেবে যাদের আনা হয়, তারা আসলে সিনচিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদী এবং চীনের সিনচিয়াং নীতি বিরোধী। এজন্য শুনানিটি বিশ্ববাসীর সামনে একটি চীন-বিরোধী প্রহসনে পরিণত হয়।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দুতাবাস ও সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার যৌথ উদ্যোগে “সিনচিয়াং একটি সুন্দর স্থান” শীর্ষক ভিডিও সম্মেলনের আয়োজন করেছে। সিনচিয়াংয়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ নিজের গল্প থেকে তাদের সুখী জীবনের কথা সবাইকে শুনান এবং অংশগ্রহণকারীদের সব প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, এবারের সম্মেলন আয়োজনের আগে চীনা পক্ষ ব্যাপকভাবে মার্কিন সাংসদ ও তাঁদের সহকারীদেরকে আমন্ত্রণ করেছে। তাঁরা আগে বলতেন যে, তারা সিনচিয়াংয়ের মানবাধিকার অবস্থার উপর সব সময় নজর রাখছেন। কিন্তু এবারের সম্মেলনে তাঁরা কেউ আসেন নি। তবে, তারা না আসলেও সত্য কোনদিন গোপন থাকবে না।
চীন সরকারের সঠিক নীতির কারণে সিনচিয়াংয়ে গত চার বছরেরও বেশি সময় ধরে কোন সহিংস হামলা ঘটে নি। অর্থনীতি ও সমাজের উন্নয়ন স্থিতিশীলভাবে চলছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, সিনচিয়াংয়ের জিডিপি প্রতি বছর গড়ে ৭.২ শতাংশ বেড়েছে।
কতিপয় মার্কিন রাজনীতিবিদ সিনচিয়াংয়ের বাস্তব অবস্থা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা একটি সমৃদ্ধ সিনচিয়াংয়ের মুখোমুখি হতে সাহস পাচ্ছেন না। “মানবাধিকারের” অজুহাতে তাঁরা সিনচিযাংয়ের স্থিতিশিলতা নষ্ট ও চীনের উন্নয়নকে বাধা দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, যা কখনো সফল হবে না বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়।(আকাশ/এনাম/রুবি)