এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের তিন নারী বিজ্ঞানী
2021-05-07 18:35:19

এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের তিন নারী বিজ্ঞানী_fororder_ban3

বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তিন নারী। গত সোমবার ‘এশিয়ান সায়েন্টিস্ট’ নামে সিঙ্গাপুরভিত্তিক একটি সাময়িকী এ তালিকা প্রকাশ করে।

 

সালমা সুলতানা,  ফেরদৌসী কাদরী ও সায়মা সাবরিনা এ তিন জন  ‘দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ শিরোনামে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী। যারা এর আগেও  বিজ্ঞান ও গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। 

তাদের মধ্যে ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ- (আই সি ডি ডি আর বি) এর ইমিউনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে যারা কাজ করেছেন ড. ফেরদৌসী তাদের মধ্যে অন্যতম।

বিজ্ঞানী সায়মা সাবরিনা  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে  ন্যানোম্যাটেরিয়্যালের ব্যবহার নিয়ে গবেষণার জন্য ২০২০ সালে ওমেন সায়েন্টিস্ট ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পান তিনি।

অপর বাংলাদেশি বিজ্ঞানী লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এম এ এল এফ) চেয়ারম্যান সালমা সুলতানা।  তিনি পশুর রোগ নির্ণয়ের জন্য বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রথম ল্যাবরেটরিসহ একটি ভেটেরিনারি হাসপাতাল গড়ে তোলেন।

জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড-১৯-এর মতো এ বছরের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষক ও উদ্ভাবকদের এবার বেছে নেওয়া হয়েছে এ তালিকায়।

ষষ্ঠবারের মতো প্রকাশিত এ তালিকায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজ্ঞানীরা এ তালিকায় বেশি রয়েছেন।

(প্রতিবেদক: রওজায়ে জাবিদা ঐশী)

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

 

 

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

 অডিও সম্পাদনা:  হোসনে মোবারক সৌরভ