বিবিসি’র ইয়াং মিউজিশিয়ান পুরস্কার জিতলেন চীনা তরুণ
2021-05-07 18:56:01

বিবিসির বিখ্যাত ও মর্যাদাপূর্ণ ইয়াং মিউজিশিয়ান পুরস্কার জিতেছেন চীনা তরুণ ফ্যাং চাং। একসঙ্গে ৬টি ম্যালেট সুনিপুণ ভাবে বাজিয়ে বিবিসির আসর বাজিমাত করেন চীনের তরুণ এই পার্সিউশনিস্ট।

বিবিসির ওই প্রতিযোগিতায় জাপানি সুরকার কেইকো আবের সৃষ্টি প্রিজম র‍্যাপসোডির মত জটিল সুরকে নিখুঁতভাবে তুলে ধরেন ফ্যাং। তরুণ এই মিউজিশিয়ানের কাছে প্রিজম র‍্যাপসোডি বাজানো হল ‘একখন্ড পাগলামি...ঠিক একটি ক্রোধের আগুনের মতো’।

বিবিসি’র ইয়াং মিউজিশিয়ান পুরস্কার জিতলেন চীনা তরুণ_fororder_wenhua1

প্রত্যেক বছর দর্শকে পরিপূর্ণ গ্যালারিতে ফাইনাল অনুষ্ঠিত হলেও করোনায় আরোপিত বিধিনিষেধের কারণে এবার অনেকটা দর্শকশূণ্যই ছিল ম্যানচেস্টারের গ্যালারি। করোনায় এক বছর স্থগিত থাকার পর গত রোববার এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিবিসি’র ইয়াং মিউজিশিয়ান পুরস্কার জিতলেন চীনা তরুণ_fororder_wenhua2

ছবি: পুরষ্কার হাতে চীনা তরুণ পার্কিউশনিস্ট

তবে বিবিসির এই প্রতিযোগিতাই প্রথম নয়, যেখানে ফ্যাং বিজয়ী হয়েছেন। মাত্র ১১ বছর বয়স থেকে বিশ্বজুড়ে পারফর্ম করে আসছে চীনের হেনান প্রদেশে বেড়ে ওঠা এই তরুণ। এরই মধ্যে নিউইয়র্ক আন্তর্জাতিক পার্কিউশন প্রতিযোগিতা, টোকিও আন্তর্জাতিক পার্কিউসন প্রতিযোগিতা এবং চীনের যুব পার্কিউশন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফ্যাং।

চীনের হেনান প্রদেশের বাসিন্দা ফ্যাং ম্যারিম্বা, ভাইব্রাফোন, টিম্পানি এবং স্নের ড্রামের শিক্ষা নিতে ২০১৮ সালে ম্যানচেস্টারের সেতাম’স স্কুল অফ মিউজিকে ভর্তি হন। করোনা মহামারীর কারণে পরিবারের সাথে থাকতে তিনি চীনে ফিরে আসেন। চীন থেকেই অনলাইনে যুক্ত হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ফ্যাং।