দুঃখ-বেদনা ছাপিয়ে জীবনকে উদযাপন করতে শেখান রবীন্দ্রনাথ: ড. মকবুল হোসেন
2021-05-07 18:48:23

দুঃখ-বেদনা ছাপিয়ে জীবনকে উদযাপন করতে শেখান  রবীন্দ্রনাথ: ড. মকবুল হোসেন_fororder_wenhua

ছবি: ড. মকবুল হোসেন

রবীন্দ্রনাথ বাঙালির জাতীয় জীবনে জরুরি। ঠিক তেমনিভাবে আমার ব্যক্তি জীবনেও জরুরি বিশ্বকবি। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি একজন দার্শনিক, পথপ্রদর্শক।

রবীন্দ্রনাথ আমাকে এ জগৎ, প্রকৃতি, মানবিক অনুভূতি, মানবিক সম্পর্ক- এ সব কিছু নতুন করে দেখতে ও ভাবতে শিখিয়েছেন;বিনম্র-বিনয়ী হতে শিখিয়েছেন। সকল দুঃখ-বেদনা ছাপিয়ে জীবনকে উদযাপন করতে শিখিয়েছেন- জীবনে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ…।

রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে কবিগুরুকে স্মরণ করেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড.মকবুল হোসেন।