কফিহাউসের আড্ডা: বাংলাদেশের স্বাধীনতায় রবীন্দ্রনাথের অনুপ্রেরণার ভূমিকা-অধ্যাপক সৌমিত্র শেখর
2021-05-07 20:29:44

https://www.facebook.com/ChinaABC/posts/4132153993489675_fororder_Saumitra-Shekher

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাঃ সৌমিত্র শেখর। তিনি বতর্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আজ পঞ্চিশে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মর্বাষিকী। অনুষ্ঠানের প্রথমে এ বিশ্বকাবির কাছে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। তাছাড়া চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতায় রবীন্দ্রনাথের চিন্তাভাবনার প্রভাব কত? বাঙালীদের স্বাধীনতার চেতনায় তার অনুপ্রেরণার ভূমিকা কী? চলুন কথা বলি অধ্যাপক সৌমিত্র শেখরের সঙ্গে।

(স্বর্ণা/আলিম/মুক্তা)