চীনের বিভিন্ন স্থানে চলছে সাংস্কৃতিক উৎসব
2021-05-07 18:57:13

মে দিবসের ছুটিতে চীনের বিভিন্ন স্থানে চলছে নানা রকম উৎসব অনুষ্ঠান। পহেলা মে থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে ছুটি থাকায় রাজধানী বেইজিংসহ বিভিন্ন প্রদেশের শহরগুলোতে উৎসবে মেতে ওঠে স্থানীয় অধিবাসী এবং পর্যটকরা।

বেইজিং শহরের ঐতিহাসিক বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন, মহাপ্রাচীরের পাতালিং অংশ, টেম্পল অব হেভেন, সামার প্যালেস, মিং সমাধি, বিভিন্ন পার্কে পর্যটকের ঢল নামে। ফরবিডেন সিটির প্যালেস মিউজিয়াম জাদুঘরসহ সারাদেশের বিভিন্ন জাদুঘরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ন্ত্রণের মধ্যে থেকে দর্শকরা পরিদর্শন করেন। 

চীনের বিভিন্ন স্থানে চলছে সাংস্কৃতিক উৎসব_fororder_wenhua3

ছবি: অনুষ্ঠানে প্রাচীন ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েছেন নারীরা

দক্ষিণ মধ্য চীনের হুনান প্রদেশের ছাংশায় চীনের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে চীনের প্রাচীন ঐতিহ্যকে পোশাক ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনীতে বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী ও পুরুষদের হানফু পরে নাচতে দেখা যায়।

 পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে হয়েছে অ্যানিমেশন কার্নিভাল। পহেলা মে শুরু হওয়া পাঁচদিনের এই কানির্ভাল অনুষ্ঠিত হয় হাংচৌর ইয়ুহাং জেলার জিংশান টাউনে। ফুলের মাঠে এই কানির্ভাল হয়। এখানে কার্টুন ও অ্যানিমের বিভিন্ন চরিত্রের মতো কস্টিউম পরে প্যারেড করেছেন কয়েকজন পারফরমার। এদের সঙ্গে উৎসাহ নিয়ে ছবি তুলেছেন কার্নিভালে আসা দর্শকরা।

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের শিসং টাউনে হয়েছে ফুল ও ক্রেফিশ ফেস্টিভাল। এই উৎসব স্থানীয়ভাবে বেশ সাড়া জাগিয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবে ফ্যামিলি ম্যারাথন, সংগীত আয়োজন, খামার পার্টি এবং রান্নার প্রতিযোগিতায় স্থানীয় অধিবাসীরা উৎসাহের সঙ্গে অংশ নেন।

চীনের মিয়াও জাতির একটি উৎসব মিয়াও সিস্টার্স ফেস্টিভ্যাল পালিত হয়েছে এ সময়েই। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইছৌ প্রদেশের ছিয়াংতং এবং তাইসিয়াং কাউন্টিতে সিস্টার্স ফেস্টিভ্যাল দিবসটি বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। এ উপলক্ষে ছিয়াংতং নান মিয়াও এবং তং স্বায়ত্তশাসিত অঞ্চলের মিয়াওদের অংশ গ্রহণে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে মিয়াও নারীরা অংশ নেন।

সবমিলিয়ে বলা যায় গ্রীষ্মের প্রথম বড় ছুটিতে পর্যটকদের ভিড় এবং স্থানীয়ভাবে উদযাপিত বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে মহামারি কাটিয়ে চীনের স্বাভাবিক জীবন প্রবাহ অনেকটাই ফিরে এসেছে।