চীনের চলচ্চিত্র: মাঙ্কি ম্যাজিক
2021-05-07 18:58:40

সুন উ ইউয়েন নিজেকে বানররাজা মনে করে। কিন্তু তার কাছে অস্ত্র না থাকার কারণে আশপাশের অনেকের কাছেই উপহাসের পাত্র হয় সে।

হঠাৎ একটি সুযোগ এলো তার কাছে, পশ্চিমা যাত্রা নামে একটি উপন্যাসের জগতে প্রবেশ করার। সেখানে প্রবেশ করে সে মিলিত হয় সত্যিকারের বানর রাজার সঙ্গে ।

এদিকে একটি ভুল বোঝাবুঝির কারণে মাস্টার টাংপ্রিস্ট বানর রাজাকে বহিষ্কার করে। টাংপ্রিস্ট বানর রাজাকে শর্ত দেয় যে নিজেকে একজন যোগ্য শিক্ষক হিসেবে প্রমাণ করার। তাহলেই শুধু সে ফিরে আসতে পারবে ।

বানর রাজা অনেকটা একা হয়ে গেল। বন-পাহাড়ে নিঃসঙ্গ জীবন পার করতে লাগলো । অলসতায় খুব দ্রুতই মোটা হয়ে ওঠতে লাগলো বানর রাজা ।

সুন উ ইউয়েন বানর রাজাকে তার অস্ত্র ধার দেওয়ার অনুরোধ করে। কিন্তু বানররাজা তাকে প্রস্তাব করে অস্ত্রচালনা শেখানোর। আর সেটি শেখা হলেই তাকে দেয়া হবে অস্ত্র ।

চীনের চলচ্চিত্র: মাঙ্কি ম্যাজিক_fororder_wenhua4

সুন উ ইউয়েন হয়ে উঠে বানর রাজার ছাত্র। প্রতিদিন চলতে থাকে  শিক্ষকের কাছে অস্ত্রচালনা শিক্ষা। কিন্তু দুর্বল সুন উ ইউয়েন অস্ত্রচালনা ভালভাবে আয়ত্ত করতে পারলো না। তবুও সে চেষ্টা করতে থাকে। কিছুদিনের মধ্যে তাদের দুজনের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।

একদিন বানর রাজার শত্রু বুল ডেমন কিং ছদ্মবেশে দেখা করেন সুন উ ইউয়েনের সঙ্গে। বানর রাজার অস্ত্র ছিনিয়ে নেন তার কাছ থেকে। হতাশা আর ভয়ে সুন উ ইউয়েন পালিয়ে আসে উপন্যাসের জগৎ থেকে ।

কিন্তু পালিয়ে এসেও অনুশোচনায় ভুগতে থাকে সুন উ ইউয়েন। একজন বন্ধুর সঙ্গে মিলে আবার প্রবেশ করে পশ্চিমা যাত্রা উপন্যাসের জগতে। সেখানে সে বানর রাজাকে বুল ডেমন কিংয়ের কাছে বন্দি অবস্থায় দেখতে পায়।

সুন উ ইউয়েন কি পারবে বানর রাজাকে মুক্ত করতে কিংবা সেই অস্ত্র উদ্ধার করতে,জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি।

থ্রিডি এনিমেশনের দারুণ একটি এডভেঞ্চার সিনেমা মাঙ্কি ম্যাজিক। বিশেষ করে এই সিনেমার এনিমেশন ডিজাইন অনেক নিখুত। পুরো সিনেমার জুড়ে সৃজনশীলতার একটি ছাপ স্পষ্ট। এর জন্য এই সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর চু ইয়াংকে কৃতিত্ব না দিলেই নয়।

সি হাই মা পরিচালিত এই সিনেমা আপনাকে নিয়ে যাবে একটি অন্যরকম পৃথিবীতে । 

আপনি যদি কার্টুন এনিমেশন ঘরানার সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে এই সিনেমাটি। ছোটদের সঙ্গে নিয়েও আপনিও উপভোগ করতে পারেন সিনেমাটি।

 

 

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া, শান্তা মারিয়া, হোসনে মোবারক সৌরভ

 

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।