সাক্ষাৎকার: আমেনা বেগম, ডিআইজি পুলিশ
2021-05-07 18:29:19

‘নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি ’

-আমেনা বেগম

সাক্ষাৎকার: আমেনা বেগম, ডিআইজি পুলিশ_fororder_meng

আমেনা বেগম বাংলাদেশ পুলিশ বাহিনীতে ডিআইজি পদে রয়েছেন। বাংলাদেশে পুলিশ বাহিনীতে খুব কম সংখ্যক নারী এত উচ্চপদ লাভ করার যোগ্যতা অর্জন করেছেন। তিনি কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে পেয়েছেন সাফল্যের স্পর্শ। বললেন,‘নারীকে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। শারীরিক শক্তিতে যদি পুরুষের তুলনায় আমরা কিছুটা কমও হই, মেধায় তো নারী পিছিয়ে নেই।’  পুলিশ স্টেশনের পরিবেশ যেন নারীর জন্য স্বস্তিদায়ক হয়, নারীরা যেন প্রয়োজনে পুলিশের সাহায্য সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেন এজন্য দীর্ঘদিন ধরে  কাজ করছেন আমেনা বেগম। তিনি নারীর নিরাপত্তা বিষয়ে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন।

করোনা মহামারির মধ্যে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করছে বাংলাদেশের পুলিশ বাহিনী। আমেনা বেগম এখানে নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি ও তার সহকর্মীরা কিভাবে কোভিড মহামারি মোকাবেলায় জনগণের পাশে রয়েছেন সেই ভূমিকার কথা বলেন।

তিনি পুলিশবাহিনীতে আরও বেশি সংখ্যায় নারীদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করেন। বলেন,‘বাংলাদেশে এখন নারীরা কোন পেশাতেই পিছিয়ে নেই। তারা বিমান চালনা থেকে শুরু করে সব পেশাতেই এগিয়ে এসেছেন। একসময় মনে করা হতো পুলিশ বাহিনীতে শুধু পুরুষরাই কাজ করবেন। এটা পুরুষালী পেশা। কিন্তু এখন সেই ধারণা পাল্টে গেছে। এখন প্রচুর সংখ্যক নারী পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছেন’। তিনি আরও বলেন, ‘আমি নতুন প্রজন্মের নারীকে বলতে চাই এটি একটি চমৎকার এবং সেবামূলক পেশা। এখানে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে পাশাপাশি সমাজের উন্নয়নেও অবদান রাখা যায়। নারীরা যতবেশি পুলিশ বাহিনীতে আসবেন ততো বেশি নারীবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।’

সাক্ষাৎকার: আমেনা বেগম, ডিআইজি পুলিশ_fororder_meng1