ল্যাভেন্ডার চাষ বদলে দিয়েছে সিনচিয়াংয়ের অর্থনীতি
2021-05-06 19:15:32

ল্যাভেন্ডার চাষ বদলে দিয়েছে চীনের উইগুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের অর্থনীতি। সিনচিয়াংয়ের ইলি উপত্যকার পাশাপাশি প্রভাব ফেলছে আশপাশের এলাকাগুলোতেও। ফলে বদলে গেছে এখানকার মানুষের জীবনমান। এর প্রভাবে বেড়েছে কর্মসংস্থান, আর সুদৃশ্য ল্যাভেন্ডার বাগান পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। বিস্তারিত জানাচ্ছেন রওজায়ে জাবিদা ঐশী। 

ল্যাভেন্ডার চাষ বদলে দিয়েছে সিনচিয়াংয়ের অর্থনীতি_fororder_jingji4

ইলি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটি ল্যাভেন্ডারের উৎপাদন বাড়ানোর মাধ্যমে খ্যাতি ও সমৃদ্ধি অর্জন করছে ফরাসী অঞ্চলের মতো।

সাম্প্রতিক বছরগুলোতে,উত্তর সিনচিয়াংয়ের হুওচেং কাউন্টিতে বাণিজ্যিকভাবে শুরু হয় ল্যাভেন্ডার চাষ। আবহাওয়া অনুকূল ও মাটি উর্বর হওয়ায় বেড়েছে উৎপাদন। এর ফলে এই এলাকায় তৈরি হয়েছে ১ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ। ল্যাভেন্ডারের সৌরভ নিতে আর বাগান ঘুরে দেখতে এ অঞ্চলে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ।

দক্ষিণ চীনের শেনচেনে থাকতেন ডিজাইনার সি লিংতে। তিনি দুই বছর আগে সিনচিয়াং সফর করেছিলেন। এসময় হুওচেং কাউন্টিতে পাহাড় ও সমতল ভূমিতে এতো সুন্দর ল্যাভেন্ডার চাষ দেখে মুগ্ধ হন। এর পরই বন্ধুসহ এখানে ল্যাভেন্ডার চাষে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন।   

তিনি বলছিলেন, দুই থেকে তিন মাস পর্যবেক্ষণের পর দেখলাম এই এলাকায় পরিবহন সুবিধা ভালো। এ গ্রাম থেকে এক ঘণ্টারও কম সময়ে সায়রাম লেক, খারকোস বা ইয়িনিং শহরে যাওয়ায় যায়। এপ্রিল থেকে জুন পর্যন্ত ল্যাভেন্ডারের ভরা মৌসুম। এসময় পর্যটকে ভরে যায় এই অঞ্চল।

ল্যাভেন্ডার চাষ বদলে দিয়েছে সিনচিয়াংয়ের অর্থনীতি_fororder_jingji5

 

সি লিংতে, ডিজাইনার

 

ল্যাভেন্ডার চাষের মাধ্যমে স্থানীয়দের জীবনমানের অনেক পরিবর্তন হয়েছে। স্থানীয় বাসিন্দা ছাং লিংলি বলছিলেন,আগের চেয়ে পাল্টেছে তাদের জীবনমান।

ল্যাভেন্ডার চাষ বদলে দিয়েছে সিনচিয়াংয়ের অর্থনীতি_fororder_jingji6

 

ছাং লিংলি, স্থানীয় বাসিন্দা

 

“এখানকার প্রত্যেকটি পরিবারের গাড়ি ও দুটি করে বাড়ি আছে। আমরা সাধারণত গ্রীষ্মে একটি বাংলোয় থাকি এবং শীতকালে পাকা বাড়িতে চলে যাই”। বলছিলেন ছাং লিংলি।