‘দ্বিতীয় প্রেম’
2021-05-06 10:29:38

‘দ্বিতীয় প্রেম’_fororder_wang

ওয়াং ই বো, ১৯৯৭ সালের ৫ অগাস্ট চীনের হ্যনান প্রদেশের লুও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল-ভূভাগের একজন কন্ঠশিল্পী, অনেভিতা, উপস্থাপক, এবং পেশাদার মোটরসাইকেল রেইসার।

 

২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর তিনি সঙ্গীত ব্যান্ড ইউনিকের একজন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে পা রাখেন। ২০১৫ সালে তিনি ‘স্বপ্নের অংশীদার’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন।  ২০১৯ সালের অক্টোবর মাসে ওয়াং ই বো সেবছরের চীনের ৩০ জন অনুর্ধ-৩০ শ্রেষ্ঠ ব্যক্তির তালিকায় স্থান পান।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ই বো’র গান ‘দ্বিতীয় প্রেম’। গানের কথায় বলা হয়: পিছনের দিকে তাকায়, আগের কথা যেন গতকালের মত স্পষ্ট। তোমার অশ্রু, তোমার হাসি, এখনো আমার চোখের সামনে। এত কাছে, তবে এত দূরে। আমি তোমার সেই স্মৃতি ভুলে যাই না। আমি বিদায় বলতে চাই না।

আচ্ছা, শুনুন এই গান।

‘দ্বিতীয় প্রেম’_fororder_wang2

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ই বো’র গান ‘আগুন’। গানের কথাগুলো এমন: শুনো, আমার কথা আছে। আমি তোমার সঙ্গে সময় নষ্ট করতে চাই না। আমি জানি না, এই কথা বলা ঠিক হবে কি না। আমি সব বুঝতে পারি, মিথ্যা বলো না। শুধু আমাদের মধ্যে আগুন জ্বলে। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘ছোট সৌভাগ্য’। গানের কথা এমন: আমি শুনেছি, বৃষ্টি পড়ছে। আমি শুনেছি, ক্লাস শেষের শব্দ। তবে আমি শুনি নি, তোমার কন্ঠ। তোমাকে ভালোবাসার সময়, এই অনুভূতিকে বুঝি নি, বিদায়ের পর মনে এত ব্যথা। কেন আমি বুঝলাম না, তোমার সঙ্গে থাকা জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ই বো’র গান ‘কেবল নৃত্য’। গানের কথায় বলা হয়: ভালোবাসার কারণে, আমি আর চিন্তা করতে চাই না। আমরা সবাই অপেক্ষা করছি। ভালোবাসার কারণে, চলে যেও না। বিশেষ নাচের মাধ্যমে জেগে ওঠো। প্রমাণ করার দরকার নেই, কোনো যুক্তি লাগে না। ভালোবাসার কারণে সব আরো চমত্কার হয়। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ই বো’র গান ‘মায়ের জন্য’। গানের কথাগুলো এমন: অনেক দিন তোমাকে ভালোবাসার কথা বলি নি। আমি জানি, তুমি গোপনে কাঁদছো। তোমার ছেলে এখন বড় হয়েছে। মা, তোমাকে অনেক দিন আলিঙ্গন করি নি। তুমি বিশ্বাস করো, তুমি সব সময় আমার সবচেয়ে প্রিয় মানুষ।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ই বো’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)