আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মো: আতিকুর রহমান। তিনি বর্তমানে চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ও ম্যানেজমেন্ট বিভাগের একজন সহযোগী অধ্যাপক। ড. আতিক একজন স্বীকৃতিপ্রাপ্ত মানবসম্পদ বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষক। তার রয়েছে ১৮ বছরের জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ও বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা। মানবসম্পদের সুষ্ঠ ব্যবহার ও উত্তরোত্তর দক্ষতা বৃদ্ধি এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা তার গবেষণার মূল উদ্দেশ্য। একজন শিক্ষক হিসেবে তার প্রধান দায়বদ্ধতা ও অঙ্গীকার হলো – ‘দক্ষতাভিত্তিক মানবসম্পদ উন্নয়ন’। পাশাপাশি, ডক্টর মোঃ আতিকুর রহমান চীনকে ভালবাসেন। চীনের রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বরোপ করেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।