‘সুখী হওয়া উচিত’
2021-05-06 10:36:57

‘সুখী হওয়া উচিত’_fororder_huang

হুয়াং লিং ১৯৮৭ সালের ১৩ ফেব্রুয়ারি চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল-ভূভাগের পপসঙ্গীতের একজন নারী কন্ঠশিল্পী। তিনি একজন নাট্য অভিনেত্রীও বটে।

 

২০০৪ সালে হুয়াং লিং এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে সঙ্গীত কোম্পানীতে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন। ২০০৭ সালে হুয়াং লিংয়ের প্রথম অ্যালবাম ‘চুলকানি’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং লিংয়ের গান ‘সুখী হওয়া উচিত’। গানের কথাগুলো এমন: নির্দিষ্ট না হলে চুমু দিও না, ভালোবাসা একজনকে নষ্ট করতে পারে। আমি আন্তরিকভাবে কামনা করি, তোমার প্রেম চিরদিন থাকুক। তোমার সুখী হওয়া উচিত, সব ভুল আমার। তোমার সুখী হওয়া উচিত, আমি স্পষ্টভাবে দেখতে পারি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং লিংয়ের গান ‘অপেক্ষা’। গানের কথায় বলা হয়: বাতাস সময়কে নিয়ে যায়, স্মৃতিতে সেই মুখ সঙ্গেও নিয়ে যায়। তোমার মুখের চিরদিন, এখন ভেঙে গেছে। বাতাসের সঙ্গে হাজার মাইল অতিক্রম করি, কিন্তু দেখতে পারি না, খুঁজতে পারি না, তোমার দুনিয়া। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, এর নাম ‘আরো অনেক সময় আছে’। গানের কথাগুলো এমন: অনেক বিষয়, তুমি না বললে আমি স্মরণ করবো না। তোমার সঙ্গে অভ্যাস হয়েছে, জীবন কাটাতে হয়। আমি বলি, ভালোবাসার জন্য আরো অনেক সময় আছে, সঠিক মানুষ না পেলে নিজেও আছে। ভালোবাসা হল ভবিষ্যতের জন্য গোপন। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং লিংয়ের কন্ঠে ‘বিদায় দেব না’ গানটি। গানের কথায় বলা হয়: এই বাতাস স্বপ্নের মত, আকাশের লাল মেঘ, রৌপ্য প্রজাপতি ফুলের মাঝে চলে। এই বড় বিশ্ব, কার সঙ্গে হাজির হয়, কার সঙ্গে বিদায় বলি। এই হল বাতাস, স্বপ্নের মত। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং লিংয়ের গান ‘আস্থা’। গানের কথাগুলো এমন: যখন আমি দুঃখের সঙ্গীত শুনি, স্মৃতির আঘাত শুরু হয়। যখন আমি সাদা চাঁদের আলো দেখি, তোমার মুখ মিস করি। আমি জানি, মিস করা যায় না, কিন্তু তা কি বন্ধ করা যায়? ঠিক তুমি, ঠিক তুমি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং লিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)