অন্তরঙ্গ আলাপন: অধ্যাপক অভ্র বসু, প্রধান, বাংলা বিভাগ, বিশ্বভারতী
2021-04-30 18:52:49

অন্তরঙ্গ আলাপন: অধ্যাপক অভ্র বসু, প্রধান, বাংলা বিভাগ, বিশ্বভারতী_fororder_a5

ছবি: অধ্যাপক ড. অভ্র বসু

করোনা মহামারিতে শান্তিনিকেতন ছাত্রছাত্রী শূন্য, ক্লাস চলছে অনলাইনে: অধ্যাপক অভ্র বসু

প্রথম দিকে কিছুটা সমস্যা হলেও এখন মোটের ওপর নিয়মিত রুটিনমাফিক অনলাইনে ক্লাস চলছে। আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে পিএইচডি পর্যায় পর্যন্ত। একটা বিকল্প একাডেমিক ব্যবস্থা চালু রেখেছি আমরা। তবে যেহেতু ছাত্রছাত্রী নেই শান্তিনিকেতনে তাই সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বলা চলে। চীনা ভবনের একাডেমিক কার্যক্রম রয়েছে। আর বাংলাদেশ ভবন একুশে ফেব্রুয়ারি এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানের আয়োজন করে করোনা মহামরিতেও। শান্তিনিকেতনের শিক্ষা কার্যক্রম নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. অভ্র বসু।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

 

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া, শান্তা মারিয়া, হোসনে মোবারক সৌরভ

 

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।