আকাশ ছুঁতে চাই ১৯
2021-04-30 14:50:15

নারীকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে

 

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা কথা বলি সেইসব নারীর সঙ্গে যারা সাফল্যের আকাশ স্পর্শ করেছেন অথবা স্পর্শ করতে চান। আমাদের আজকের অতিথি ডা. বিলকিস বেগম চৌধুরী। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফিস্টুলা সার্জন।   ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।

 

সাক্ষাৎকার

নারীকে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে- ডা. বিলকিস বেগম চৌধুরী, সহযোগী অধ্যাপক(অবস গাইনি) এবং ফিসটুলা সার্জন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ

আকাশ ছুঁতে চাই ১৯_fororder_nv1

 

ডা.বিলকিস বেগম চৌধুরী শোনালেন তার নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার গল্প। তিনি এমবিবিএস পাশ করার পর বিয়ে করেন। এরপর সংসার, সামাজিকতা সবকিছু সামলে উচ্চতর ডিগ্রি নেয়া ছিল এক বড় চ্যালেঞ্জ। কারণ উচ্চতর পর্যায়ের লেখাপড়া অত্যন্ত কঠিন। তিনি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গিয়েছিলেন। নারীদের স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অনেক কম। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর জন্য অনেকটাই দায়ী বাল্যবিবাহ।  ফিস্টুলাসহ বিভিন্ন রকম সমস্যায় ভোগেন নারীরা। কিন্তু সামাজিক লজ্জা ও সংকোচের কারণে অনেক সময় তারা চিকিৎসকের কাছে যান না বা পরিবারের কাউকেও খুলে বলতে পারেন না। ‘এজন্য দরকার সামাজিক কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসা’, বলেন তিনি।

নারীর মেনোপজ নিয়েও রয়েছে অনেক ভুল ধারণা। ‘অনেকে মনে করেন, মেনোপজ মানেই নারীর জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা জীবনের একটি পর্যায় মাত্র।’ মেনোপজ হলেও নারী সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। তবে তাকে সঠিক খাদ্য গ্রহণ ও শরীরচর্চা করতে হবে। তিনি নারীর স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ‘নারীকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।’

‘করোনা পরিস্থিতিতে নারী চিকিৎসকরা একদিকে যেমন ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন তেমনি সংসারের বাড়তি কাজের চাপও বহন করে চলেছেন’ বলেন তিনি।